প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৭:৪৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৮:২৭ পিএম
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস— ছবি: আ. ই. আলীম
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অব্দি। বিসিবি সন্তুষ্ট হওয়ায় তাকে দীর্ঘমেয়াদি সময়ের জন্য রেখে দিতে চেয়েছিলেন। তবে হুট করেই জানা গেল, পাকিস্তানের সাবেক এই স্পিনার বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তাতেই শঙ্কা উঠেছিল। আসন্ন পাকিস্তান সফরে তাকে পাবে বলে জানিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
মুশতাকের থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ বুধবার মিরপুরে তিনি বলেছেন, ‘পাকিস্তান সিরিজের মুশতাক আহমেদ অ্যাভেইলেবল (থাকছেন)।’
গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন মুশতাক আহমেদ। মূলত পাকিস্তানের কিংবদন্তি এই লেগস্পিনারকে আরও বেশি সময়ের জন্য রাখতে চেয়েছিল বিসিবি। সেটি আপাতত সম্ভব হচ্ছে না। জালাল ইউনুস বলেছেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’
মুশতাক পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। পাকিস্তানের হয়ে ১৪৪টি ওয়ানডে ও ৫২টি টেস্ট খেলেছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। এরপর কোচিং পেশায় যোগ দেন তিনি। বিভিন্ন মেয়াদে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তি। এখন আছেন টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে। দীর্ঘমেয়াদে এখন না পাওয়া গেলেও, মুশতাকের জন্য দরজা খোলা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।