প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৬:২৯ পিএম
ভুল স্বীকার করে পার পেয়েছেন গ্যাব্রিয়েল, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে অলিম্পিক ছাড়তে হয়েছে ভিয়েকাকে— সংগৃহীত ছবি
সিন নদীর তীরে চাঁদের আলোয় হাঁটা, মনোমুগ্ধকর বিস্ট্রোতে ক্যান্ডেল লাইট ডিনারে বসা কিংবা আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দেওয়া— ‘সিটি অব লাভ’ খ্যাত প্যারিসে থেকেও কে পারবে এসব উপেক্ষা করতে। পারেননি ব্রাজিলের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে আসা আনা ক্যারোলিনা ভিয়েরাও। ভালোবাসার শহরে প্রেমিকের সঙ্গে রোমান্টিক সময় কাটিয়েছেন বটে, তবে ভিয়েরাকে চুকাতে হয়েছে বহুমূল্য।
অলিম্পিকে সাঁতারে লড়তে এসেছিলেন ভিয়েরা। একই দলে ছিলেন তার প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস। অলিম্পিক উদ্বোধনের রাতে দুজনে ঘুরতে বেরিয়েছিলেন। ডেট করে অলিম্পিক ভিলেজে ফেরার পর জিজ্ঞাসাবাদ করা হলে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষের সঙ্গে ভালো ব্যবহার করেননি ভিয়েরা। বিশৃঙ্খলা সৃষ্টির কারণে পরে তাকে নিষিদ্ধ করে দেশে পাঠিয়ে দেওয়া হয়।
তবে ভিয়েরার প্রেমিক গ্যাব্রিয়েল নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এদিকে ভিয়েরা পড়েছেন মহাবিপাকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘শটস পরেই এয়ারপোর্টে চলে এসেছি। আমি পর্তুগালে, এখান থেকে সাও পাওলোতে যাব।’