প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৩:৪৫ পিএম
মঙ্গলববার রাতে ভারতের কাছে সুপার ওভারে হেরেছে শ্রীলঙ্কা। ছবি : ক্রিকইনফো
শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি উপহার দিল চরম উত্তেজনার। মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে থ্রিলার ম্যাচে সুপার ওভারে জিতেছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা। তাতে লজ্জার এক রেকর্ডের পাশে বসল লঙ্কান ক্রিকেট।
তাছাড়া এই হারে বিব্রতকর এক রেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিলো শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি হারের রেকর্ড গড়ল লঙ্কানরা। ২০ ওভারের ক্রিকেটে তাদের হার এখন ১০৫টি। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুঃস্মৃতির এই রেকর্ডটা ছিল টাইগারদের।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে বাংলাদেশের রেকর্ডে ভাগ বসায় শ্রীলঙ্কা। এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ১০৪টি ম্যাচ হারের অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। এই ফরমেটে হারের সেঞ্চুরি আছে আরেক দল তথা ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেটের ক্ষুদ্রাকৃতির সংস্করণে ক্যারিবীয়রা হেরেছে ১০১টি ম্যাচ।
হারের সেঞ্চুরির অপেক্ষায় আছে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড। দুই দলই সমান ৯৯টি করে ম্যাচ হেরেছে। তবে টি-টোয়েন্টিতে নিজেদের পরবর্তী ম্যাচে হারলে আবার শ্রীলঙ্কার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করবে বাংলাদেশ। যা এড়াতে চাইবে টাইগাররা।
ভারতের দুর্দান্ত জয়ের রাতে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের দারুণ এক অর্জনে ভাগ বসিয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে তিনজনেরই সমান পাঁচবার করে সিরিজ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন। তবে সবচেয়ে বেশি ছয়বার সিরিজ সেরার পুরস্কার জেতার রেকর্ডটা ভারতীয় ব্যাটার বিরাট কোহলির।