প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১২:১১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৫:১৪ পিএম
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপের জীবনে এখন বসন্ত। কিছুদিন আগেই ফরাসি অধিনায়ক স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। এরপর তিনি নতুন প্রেমিকা পেয়েছেন বলেও জোরালো গুঞ্জন আছে। এবার জানা গেল, আস্ত একটা ক্লাবই কিনে ফেলতে যাচ্ছেন ২৫ বছর বয়সি এ ফরোয়ার্ড। ২ কোটি ইউরো খরচ করে ফ্রান্সের দ্বিতীয় স্তরের একটি ফুটবল ক্লাব তিনি কেনার প্রক্রিয়া শুরু করেছেন।
ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্তরের দল কায়েনকে কিনতে ২ কোটি ইউরো খরচ করবেন এমবাপে। তাতে ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন এ ফরোয়ার্ড। বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি।
গেল মৌসুমে ফরাসি লিগ ২-তে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে ছিল কায়েন। ফ্রান্সের তারকা এনগোলো কন্তে এ ক্লাবে ২০১৩ সালে যোগ দিয়েছিলেন। এবারের ইউরোয় দুর্দান্ত খেলা কন্তে এ ক্লাবে দুই মৌসুমে খেলেছেন ৭৫ ম্যাচ। সেখানে তার গোল ছিল ৪টি। কায়েন প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে। অবশ্য মালিক হতে যাওয়া এ ক্লাবেই খেলতে পারতেন এমবাপে নিজেও। তবে ২০১৩ সালে তিনি কায়েনে যোগ না দিয়ে যোগ দেন মোনাকোর একাডেমিতে। সেখানেই খেলেন ২০১৭ সাল পর্যন্ত।
এমবাপে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। কয়েক মৌসুমের নাটকীয়তার পর গত জুনে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এ ফরাসি তারকা। কদিন আগে সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণও করে নেওয়া হয়েছে তাকে। এখন অপেক্ষা তার মাঠে নামার। তাকে উয়েফা সুপার কাপে রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামতে দেখা যেতে পারে। সেটা না হলে তাকে লা লিগা মৌসুম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ১৮ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল। কায়েনের হয়ে এমবাপে নিজেও খেলতে পারবেন। ২০১৭ সালে নিজের ক্লাব ফিনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা। এমবাপে সে পথে হাঁটবেন কি না, সময়ই বলে দেবে।