× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১১:৩৬ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১১:৩৭ এএম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স

সর্বশেষ কাতারে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলে আর্জেন্টিনা ও ফ্রান্স। দিদিয়ের দেশমের দলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতোয়ারা হয় লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই দ্বৈরথকে ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবেও ধরা হয়। তারপর থেকেই ফ্রান্স-আর্জেন্টিনা লড়াই দেখার অপেক্ষায় বিশ্ব। সেই অপেক্ষা ঘুচলো প্যারিস অলিম্পিকে এসে। আসরের ফুটবল ইভেন্টে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্বাগতিক ফ্রান্স।

গ্রুপ পর্বে সেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে ফ্রান্স। তবে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে গ্রুপ রানার্সআপ হয় হাভিয়ের ম্যাশ্চেরানোর আর্জেন্টিনা। এবার একটি দলকে তাই ছিটকে পড়তে হবে পদকের লড়াই থেকে। কেননা সেমিফাইনাল কিংবা ফাইনালের আগেই যে আরেকটি নকআউটে দেখা হয়ে যাচ্ছে ফেভারিট এই দুই দলের।

ফুটবল ইভেন্টে ইউক্রেইনকে ২-০ গালে হারিয়ে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছিল ইরাককে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ইউক্রেইনের কাছে হেরেছিল মরক্কো। শেষ ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালই শুধু নিশ্চিত করেনি আফ্রিকার দলটি, গ্রুপ-সেরা হয়ে এড়িয়েছে ফ্রান্সের সঙ্গে লড়াইও। গোল গড়ে এগিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টার-ফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। ‘বি’ গ্রুপের দ্বিতীয় হাভিয়ের ম্যাশ্চেরানোর আর্জেন্টিনা লড়বে ‘এ’ গ্রুপের সেরা থিয়েরি অঁরির ফ্রান্সের সঙ্গে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার নিউ জিল্যান্ডের সঙ্গে ড্র করলেই চলত ফ্রান্সের। অঁরির দল দাপুটে ফুটবল খেলে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে। প্রথম ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে, পরের ম্যাচে জিতেছিল গিনির বিপক্ষে। গিনিকে ৩-০ গোলে হারিয়ে এ দিন গ্রুপে দ্বিতীয় হয় যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের মতো গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতেছে আর কেবল জাপান। ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচে মঙ্গলবার তারা ১-০ গোলে হারায় ইসরায়েলকে। প্রথম ম্যাচে যারা ৫-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল প্যারাগুয়েকে, পরের ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল মালিকে। শুরুর ম্যাচে জাপানের কাছে বিধ্বস্ত হওয়া প্যারাগুয়ে পরের ম্যাচে ৪-২ গোলে হারায় ইসরায়েলকে। শেষ ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার দলটি নিশ্চিত করে শেষ আট।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জাপান সামনে পাচ্ছে স্পেনকে। ‘সি’ গ্রুপে স্পেন ও মিশরের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে মঙ্গলবার স্পেনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পায় মিশর। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মিশর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। 

সেমিফাইনালে ওঠার চারটি লড়াই হবে একই দিনে, আগামী শুক্রবার। এরপর দুটি সেমিফাইনাল দু’দিন পর, অর্থাৎ সোমবার। ৮ অগাস্ট হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ, সোনার লড়াইটি হবে প্যারিসে ৯ অগাস্ট।

কোয়ার্টার ফাইনালের সূচি

ম্যাচ
তারিখ
বার
সময়
মরক্কো-যুক্তরাষ্ট্র
২ আগস্ট
শুক্রবার
সন্ধ্যা ৭টা
জাপান-স্পেন
২ আগস্ট
শুক্রবার
রাত ৯টা
মিশর-প্যারাগুয়ে
২ আগস্ট
শুক্রবার
রাত ১১টা
আর্জেন্টিনা-ফ্রান্স৩ আগস্ট
শুক্রবার দিবাগত রাত
রাত ১টা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা