প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ০২:১৫ এএম
বিতর্ক যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্যারিস অলিম্পিকের। একের পর এক বিতর্ক ঘাড়ে চেপে বসছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র। বিতর্ক ছিল অলিম্পিকের পর্দা ওঠার আগেও। আসরের বর্ণিল উদ্বোধনীর রিভার প্যারেডে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল আয়োজকরা।
তার রেশ কাটতে না কাটতেই কয়েক দিন আগে দক্ষিণ সুদানের ম্যাচে ভুলবশত বাজানো হয়েছিল সুদানের জাতীয় সংগীত। বিতর্ক আসে, আবার চলে যায়। কিন্তু একটি বিতর্ক এখনও পিছু ছাড়ছে না প্যারিস অলিম্পিকের। বিতর্কটা সিন নদীর পানিদূষণ নিয়ে।
নদীটির পানির মান স্বাস্থ্যসম্মত না হওয়ায় অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা গেছে। ট্রায়াথলনের সাঁতারের অংশ রাখা হয়েছে সিন নদীতে। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইভেন্টটি আয়োজন করা যায়নি।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নদীর পানিকে এখনও দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে, যা ‘এখনও গ্রহণযোগ্য সীমার ওপরে।’