প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২২:৪৯ পিএম
ক্রীড়া হোক কিংবা
সংস্কৃতি বা বিনোদনের জগৎ, প্রিয় তারকাকে এক মুহূর্তের জন্য কাছে পেতে কত কাণ্ডই না
করেন ভক্তরা। কেউ নিজের শেষ সম্বল বাজি রাখেন, কেউবা নিরাপত্তার কথাটিও উড়িয়ে দেন।
বিনিময়ে চান প্রিয় তারকার সান্নিধ্য অথবা নিদেনপক্ষে একটু দেখা করার সুযোগ। তেমনই হাজারো
পাগলামিকাণ্ডের মতো একটি করে বসেছেন এক আফগান তরুণী।
অস্ট্রেলিয়ার
অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে দেখতে তিনি যা করেছেন, তা রীতিমতো চোখ কপালে তোলার মতো।
নাম না জানা ওই সুন্দরী তরুণী পাড়ি দিয়েছেন প্রায় বারোশ কিলোমিটার। কলেরাডো স্প্রিংস
থেকে গাড়ি ড্রাইভ করে আসেন ডালাসে। তার মনোবাসনাও পূর্ণ হয়েছে। ওই তরুণী দেখা পেয়েছেন
স্টয়নিসের। পুরো ঘটনাটি প্রায় দুই মিনিটের এক ভিডিওতে দেখিয়েছে টেক্সাস সুপার কিংস।
মেজর লিগ ক্রিকেটে
টেক্সাসের দলে খেলছেন স্টয়নিস। চলতি সপ্তাহেই টেক্সাস মুখোমুখি হয়েছিল সিয়াটেল অরকাসের।
সেই ম্যাচে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ওই তরুণী। ম্যাচের পর তার সঙ্গে দেখা করেছিলেন
স্টয়নিস।