× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস অলিম্পিক

গোলাপ ছুড়ে গণহত্যার প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২২:৩৪ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২২:৩৫ পিএম

গোলাপ ছুড়ে গণহত্যার প্রতিবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মূল ভেন্যুর বাইরে সিন নদীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানেই ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন আলজেরিয়ান অ্যাথলেটরা। তাদের নৌকা প্যারেডে অংশ নেওয়ার সময় নদীতে গোলাপ ফুল ছুড়ে মারেন তারা। এর মধ্য দিয়ে ১৯৬১ সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করেন আলজেরিয়ানরা। সে সাথে অভিনব কায়দায় ফরাসিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল আফ্রিকার দেশটি।   

একসময় ফরাসি শাসনের অধীনে ছিল আফ্রিকার দেশ আলজেরিয়া। পরবর্তীকালে দীর্ঘ ১৩২ বছর শোষণের পর ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের ঠিক আগে ১৯৬১ সালে ১৭ অক্টোবর প্যারিসে গণহত্যার ঘটনা ঘটেছিল। সেই বিক্ষোভে কমপক্ষে ১২০ জন আলজেরিয়ানের মৃত্যু হয়েছিল বলে ইতিহাসবিদরা বলে আসছেন। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছিল ১২,০০০-এর বেশি বিক্ষোভকারীকে।

দ্য গ্রেস্টেস্ট শো অন আর্থে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া ও জার্মানি থেকে ২০২৪ অলিম্পিকে অংশ নেওয়া প্রতিনিধিরা আফ্রিকান অ্যাথলেটদের নৌকা ভাগাভাগি করেন। সেই নৌকা থেকেই গোলাপ ছুড়ে মারা হয় সিন নদীতে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ীÑ যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদান বা প্রদর্শন ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে, যতক্ষণ তা শান্তিপূর্ণ হবে।

এ নিয়ে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানিয়েছে, ‘আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধি ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ক্ষমা করুন।’

আল-জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী, ‘আলজেরিয়ার মুসলিম কর্মী’ ও ‘আলজেরিয়ান ফরাসি মুসলিম’দের ‘টার্গেট’ করে যে কারফিউ চালু হয়েছিল, সেটার বিরুদ্ধেই বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভে অংশ নেওয়া আলজেরিয়ানদের আহত ও হত্যা করে সিন নদীর ঠান্ডা পানিতে ফেলে দেয়া হয়। এই গণহত্যায় তিন শতাধিক মানুষকে হত্যা করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা