প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২২:১০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২২:৩২ পিএম
জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। শুক্রবার (২৬ জুলাই) বৃষ্টিভেজা
সন্ধ্যায় সিন নদীতে অলিম্পিকের ৩৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদীর
বুক চিরে জলযানে করে মার্চপাস্ট করেন অলিম্পিকে অংশ নেওয়া বিভিন্ন দেশ বা দলের অ্যাথলেটরা।
সেখানেই ঘটেছে এক বিপত্তি। দক্ষিণ কোরিয়া দল যখন জলযানে করে মার্চপাস্টে আসে তখন ধারাভাষ্যকার
তাদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেন।
অবশ্য অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য পরে ক্ষমাও প্রার্থনা করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। আইওসি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) এক পোস্টে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচয়পর্বে প্রথমে ফরাসি ভাষায় দক্ষিণ কোরিয়াকে বলা হয়, ‘রিপাবলিকে পপুলাইরে দেমোক্রাতিকে দে কোরে।’ পরে ইংরেজিতে বলা হয়, ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।’ এটা উত্তর কোরিয়ার অফিসিয়াল নাম। আর দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।
এমন ভুলের পর দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী এক বিবৃতিতে এ ব্যাপারে ‘দুঃখ’ প্রকাশ করেন। তিনি বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’