প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২১:৪২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ২১:৫০ পিএম
আগের ম্যাচে মরক্কোর বিপক্ষে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ২-১ হেরে গিয়েছিল আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে তাই পরের দুই ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা ছিল না। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইরাকের বিপক্ষে দুর্দান্ত জয়ে ঘুঁরে দাঁড়াল বিশ্বকাপ ও কোপা জয়ী আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুলাই) অলিম্পিক ফুটবলে টিকে থাকার লড়াইয়ে ইরাককে ৩-১ গোলে হারিয়েছে হ্যাভিয়ের ম্যাশ্চেরানোর দল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে এই আসর থেকে বিদায়ের শঙ্কার মুখে পড়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচেই ইরাককে সহজেই হারিয়ে রেসে থাকল তারা।
আর্জেন্টিনার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ইরাক। প্রথমার্ধ ছিল ১-১ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে আবির্ভূত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে গোল করেন থিয়াগো আলমাদা, ইজুকুয়েল ফার্নান্দেজ ও লুসিয়ানো গুন্দু।
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইউক্রেন। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে ম্যাশ্চেরানো ব্রিগেড।