× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেক টেস্টেই ৯০ বছরের রেকর্ড ভাঙলেন মাদান্দে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৯:৫২ পিএম

অভিষেক টেস্টেই ৯০ বছরের রেকর্ড ভাঙলেন মাদান্দে

আয়ারল্যান্ডের মাটিতে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলছে সফরকারী জিম্বাবুয়ে। বেলফাস্টে চলমান টেস্টে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্দের। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই টেস্ট ক্রিকেট ইতিহাসে ৯০ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান বাই দিয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সি এই জিম্বাবুইয়ান।

গত বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের টস হেরে প্রথমে ব্যাট করে ২১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই গোল্ডেন ডাক মারেন মাদান্দে। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ২৫০ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এ ইনিংসে উইকেটরক্ষক হিসেবে ৪২ রান বাই দেন মাদান্দে। আর তাতেই লজ্জার রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। জিম্বাবুয়ের হয়ে ১৫টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন মাদান্দে।

টেস্টে এর আগে সর্বোচ্চ বাই রান দিয়েছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লিস অ্যামেসের। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৩৭ রান বাই দিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক-ব্যাটার অ্যামেস। মাদান্দে ও অ্যামেসের পর তৃতীয় সর্বোচ্চ বাই দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক দিনেশ কার্তিক। ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৫ রান বাই দিয়েছিলেন কার্তিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা