প্যারিস অলিম্পিক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৮:০৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৯:৪৯ পিএম
আজ শনিবার সন্ধ্যা ৭টায় ইরাকের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সংগৃহীত ছবি
প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলের হারে বড় ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। ফুটবল ইভেন্টের প্রথম দিনে নাটকীয় ম্যাচের সাক্ষী হয় আলবেসেলেস্তেরা। দেড়ঘণ্টা পর বাতিল করা হয়েছিল তাদের গোল। সেই নিয়ে জলঘোলা কম হয়নি। সেসব পেছনে ফেলে এবার সামনে এগুতে হচ্ছে আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা। যেখানে জয় ছাড়া বিকল্প নেই জুলিয়ান আলভারেস ও নিকোলাস ওটামেন্ডিদের।
শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইরাকের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে তিন পয়েন্ট তুলে নিয়েছে ইরাক। তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ উজ্জীবিত দলটি। বিপরীতে আর্জেন্টিনা শিবিরে আছে বাদ পড়ার শঙ্কা। এই ম্যাচ হারলে কার্যত তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে
প্যারিস অলিম্পিক থেকে।
এদিকে, অতীত ইতিহাস বলছে বিশ্বকাপ জেতা দলগুলো অলিম্পিকের পদকের লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টিনার জন্য তাই কাজটা কিছুটা কঠিন। তার চেয়ে বড় কথা, নিকোলাস ওটামেন্ডির দলকে খেলতে হবে বৈরী পরিস্থিতির মাঝে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আকাশি-সাদা শিবিরের ওপর তাই স্বাভাবিকভাবেই ক্ষোভ কাজ করছে ফ্রেঞ্চ ভক্তদের। এ ছাড়া সম্প্রতি আর্জেন্টাইন দল কোপা আমেরিকার শিরোপা জেতার পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী সংগীতে জয় উদযাপন করে। যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে আর্জেন্টাইনদের জন্য।