প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৭:৫৭ পিএম
প্যারিস অলিম্পিকে প্রথম সোনা চীনের। সংগৃহীত ছবি
অলিম্পিকে লড়াইটা মূলত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়ে থাকে। প্রতি বছরই পদক লড়াইয়ের শীর্ষে থাকে এ দুই দেশ। পদকের খাতায় প্রথম সোনাটাও যেন বরাদ্দ থাকে এ দুই দেশের জন্য। আর প্যারিসেও তার ব্যতিক্রম হলো না। ২০২৪ অলিম্পিকের প্রথম সোনা জয় করল চীন। এখন পর্যন্ত তাদের ঝুলিতে যোগ হয়েছে দুই সোনা।
শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি। এরপরেই দ্বিতীয় সোনা জিতে নেয় স্প্রিংবোর্ড ইভেন্টে। ওম্যান্স সিনক্রোনাইজ ৩মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে তাদের স্বর্ণপদক এনে দেন ইয়ানি চ্যাং ও ওয়েইন চেনের জুটি।
এই ইভেন্টেই রৌপ্য পদক জিতেছে যুক্তরাষ্ট্র। এবারের আসরে এটি তাদের প্রথম পদক। আধঘণ্টার ব্যবধানে দুই সোনা জয়ে লিডারবোর্ডে ওপরে চীনের নাম। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বেশ কঠিন লড়াই করেছে তারা। দক্ষিণ কোরিয়ার শুটাররা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। নার্ভ ঠিক রেখেই সেখান থেকে নিজেদের প্রথম পদক নিশ্চিত করেছেন চীনা শুটাররা। আজকের দিনে ১৪টি সোনা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। তার মাঝে এটিই ছিল প্রথম।
আধঘণ্টার ব্যবধানে ডাইভিংয়ে দ্বিতীয় স্বর্ণপদক পেয়ে যায় চীন। তবে এই ইভেন্টে চ্যালেঞ্জ ছিল না তাদের। বরং রীতিমত দাপট দেখিয়েছে তারা। রৌপ্যজয়ী মার্কিন দলের চেয়ে ২৩ দশমিক ০৪ পয়েন্ট বেশি ছিল চীনের মেয়েদের। সারাহ বেকন ও ক্যাসিডি কুক যুক্তরাষ্ট্রের এবারের জন্য প্রথম পদক জয়ী।