মেয়েদের এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ০৯:২৯ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১০:৪৩ এএম
বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করে ভারত। গতকাল দিনের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামীকাল রবিবার ডাম্বুলায় ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৪০ রান জমা করে পাকিস্তান। ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান আসে মুনিবা আলির ব্যাট থেকে। জবাবে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার মেয়েদের। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ভিসমি গুণারত্নে। দলীয় ১৯ রানে ফেরেন হার্শিতা বিক্রমাসিংহে (১২)। তবে এক প্রান্ত ধরে রেখে দলকে জয়ের দিকে টেনে নিয়ে যান অধিনায়ক চামারি আতাপাত্তু। ৪৮ বলে ৬৩ রান করে তিনি আউট হয়ে গেলেও ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় শ্রীলঙ্কা।
আতাপাত্তুর বিদায়ের পর চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে হার না মানা ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আনুশকা সঞ্জীবনী। বল হাতে পাকিস্তানের সাদিয়া ইকবাল ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।