× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুয়েরোকে ঘিরে ধরলেন ব্রাজিল সমর্থকরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১১:৩১ এএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৪:০১ পিএম

শেয়ার করা ভিডিওতে সার্জিও আগুয়েরো।

শেয়ার করা ভিডিওতে সার্জিও আগুয়েরো।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

বিশ্বকাপ উপভোগ করতে কাতারের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

কাতারের একটি উড়োজাহাজে এ যাত্রায় তিনি একটি শান্ত ও আরামদায়ক ফ্লাইট আশা করেছিলেন।

কিন্তু তার আশা নিরাশায় পরিণত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

কারণ, তাকে ঘিরে ধরেন ওই ফ্লাইটে থাকা ব্রাজিলের সমর্থকরা। এ সময় ব্রাজিলের ওই সমর্থকরা তাকে ঘিরে উচ্চৈঃস্বরে উল্লাস করতে থাকেন।

এ সময় আগুয়েরোকে বেশ বিরক্ত ও ক্লান্ত দেখায়। উল্লাসকে পাশ কাটাতে ভিডিওতে আগুয়েরোকে চুল-মাথা আঁচড়াতে দেখা যায়।

ব্রাজিল ভক্তদের দ্বারা ঘিরে থাকার ওই ভিডিও পরে শেয়ার করেন তিনি।

আগুয়েরো ১০১ বার নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন।

২০২১ সালে বার্সেলোনার হয়ে খেলার সময় আগুয়েরো কার্ডিয়াক ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিততে সাহায্য করার পর ২০২১ সালের জুলাইয়ে ম্যানচেস্টার সিটি থেকে ৩৪ বছর বয়সি এই খেলোয়াড় বার্সায় যোগ দেন।

আগুয়েরো ম্যান সিটির পক্ষে সর্বোচ্চ ২৬০ গোলের সর্বকালের রেকর্ড করেছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলও তারই করা।

আর্জেন্টিনা গ্রুপ ‘সি’-তে বিশ্বকাপে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের সঙ্গে রয়েছে।

লিওনেল মেসির নেতৃত্বাধীন দল মঙ্গলবার (২২ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে তাদের উদ্বোধনী খেলায় সৌদি আরবের মুখোমুখি হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা