ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ২০:৪৫ পিএম
ছাদখোলা দ্বিতল বাসে মাদ্রিদ শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। সংগৃহীত ছবি
ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের
পারফর্ম নিজেদের জার্সির মতোইÑ আগুনে। তিকিতাকা ছন্দ আর গতির সঙ্গে নিজেদের পুড়িয়ে
লুইস দে লা ফুয়েন্তেরা যে সাম্রাজ্য গড়েছে, তা অপ্রতিরোধ্য। শ্রেষ্ঠত্বের আসরে সর্বোচ্চ
শিরোপাধারী স্পেন। বার্লিনে ইংলিশদের হারিয়ে তারা সেরার আসনে আসীন। ইউরো জয়ের পরের
দিনই মাদ্রিদে ফিরেছেন লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসরা। তাদের বরণে প্রায় পাঁচ লাখ
সমর্থক রাস্তায় নামে। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। রাজপ্রাসাদে আমন্ত্রণ
এবং প্রধানমন্ত্রীর দপ্তরে ফুটবলারদের দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।
সোমবার দুপুরে মাদ্রিদ
বিমানবন্দরে পা রাখেন স্পেনের ফুটবলাররা। তাদের আগমনের খবরে সকাল থেকেই বন্দর ও রাজপথে
জড়ো হতে শুরু করে সমর্থকরা। প্রায় সবারই হাতে হাতে পতাকা, গায়ে জড়ানো ছিল জার্সি। পতাকার
রঙে ক্যাপ-হ্যাট, বিশালাকৃতির চশমা শোভা পায়। বিমানবন্দরে আলভারো মোরাতাদের বরণ করে
নেওয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। বন্দরে ক্ষণিকের বিশ্রাম সেরে গোটা দল যায় সারসুয়েলা
প্যালেসে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে দেখা করতে। রাজপ্রাসাদে ছিল বিশেষ আয়োজন। রানী ও
দুই রাজকন্যার গায়ে ছিল জাতীয় দলের জার্সি। ফুয়েন্তেদের অভিনন্দন জানিয়ে রাজা ফিলিপে
বলেন, ‘আপনারা গোটা দেশের জন্য খুশির উপলক্ষ বয়ে এনেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের
জন্য এরকম আনন্দ দারুণ কিছু।’ রাজপ্রাসাদে আনুষ্ঠানিকতা শেষে ইয়ামালদের নেওয়া হয় স্পেনের
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসে। সেখানে তাদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী
পেদ্রো সানচেস।
রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে
সাক্ষাৎ শেষে ছাদখোলা দ্বিতল বাসে মাদ্রিদ শহর প্রদক্ষিণ করেন চ্যাম্পিয়নরা। ইউরোর
রাজাদের প্রতি ভালোবাসা দেখাতে রাস্তার দুধার থেকে চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন গর্জন তোলা
হয়। তাদের সমর্থনে উচ্ছ্বসিত ফুটবলাররাও নেচে-গেয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এ
সময় অন্যরকম এক আবহ তৈরি হয়। শহর প্রদক্ষিণ শেষ হয় সিবেলেস প্যালেসের দোরগোরায়। মূলত
সেখানেই ছিল মূল আয়োজন। স্পেনের টিভি চ্যানেল এবং সামাজিক মাধ্যমের কল্যাণে দেখা যায়
সিবেলেস প্যালেস তো বটেই চারপাশে তিল ধারণের ঠাঁই ছিল না।
দেশে ফেরার পর চ্যাম্পিয়ন দলের
অধিনায়ক মোরাতা বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন এবং আমি দলটির গর্বিত অধিনায়ক। কখনও কখনও
গোল করতে পারি, কখনও পারি না। তবে চেষ্টার কমতি থাকে না। এবারের ইউরো জয়ের জন্য সবটুকু
উজাড় করে দিয়েছিলাম। আশা করি, আমাদের মতো আপনারাও উপভোগ করেছেন। এই অনুভূতি জাদুকরি।’
এমন আয়োজন আর সমর্থকদের ভালোবাসায়
আবেগাপ্লুত কোচ লুইস দে লা ফুয়েন্তেও। তিনি যারপরনাই আনন্দিত এমন দলের দায়িত্ব পেয়ে।
একই সঙ্গে গর্বিতও মোরাতাদের নিয়েও। দলের এমন সাফল্যের ধারা সামনেও অব্যাহত থাকবে বলে
জানিয়েছেন, ‘এরকম একটি দলের কোচ হতে পেরে গর্বিত। স্পেনে এরকম একটি প্রজন্ম পেয়েও আমরা
গর্বিত। দেশের প্রতি তাদের যে ভালোবাসা ও মূল্যবোধ, তারা গোটা দেশের আদর্শ। আশা করি
এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।’