প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১২:১৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১২:২৫ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন অলিভিয়ার জিরুদ। ফরাসি কিংবদন্তি জার্মানিতে সদ্যসমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে দেশের হয়ে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন। তবে আসরের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের শোকে থমকে ছিল তার আনুষ্ঠানিকতা। জিরুদ এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন সমাজমাধ্যমে।
সোমবার (১৫ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন জিরুদ। বিদায়ি বার্তায় এ ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সব সময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’
ফরাসিদের হয়ে ২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরুদের। হুগো লরিস ও লিলিয়ান থুরামের পর ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৩৭টি ম্যাচ খেলেছেন। সেখানে গোল করেছেন সর্বোচ্চ ৫৭টি। সদ্যই ইন্টার মিলানকে বিদায় জানানো এ ফরোয়ার্ড ২০১৮ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে-অ্যাতোয়ান গ্রিজম্যানদের সঙ্গে জেতেন বিশ্বকাপ।
৩৭ বছর বয়সি এ তারকা বিদায়বেলায় স্বদেশি কিংবদন্তি কোচ দিদিয়ের দেশমকেও কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘আমরা অবিচ্ছেদ্য একটি ব্যান্ড ছিলাম, যাদের নিয়ন্ত্রণে ছিলেন দারুণ এক ব্যক্তি, কোচ দিদিয়ের দেশম। আমার প্রতি আস্থা রাখার জন্য তাকেও ধন্যবাদ। আমাদের উত্থানপতনের সময়ও তিনি আমাকে সমর্থন জুগিয়েছেন, যে কারণে আমি লেস ব্লুসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হতে পেরেছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও ইতালির এসি মিলানে খেলা এ তারকা সবশেষ মৌসুমে ইউরোপ ছেড়ে গেছেন। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জলেসে।