প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২৩:০১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ০৪:১৯ এএম
চ্যাম্পিয়ন ট্রফি হাতে কার্লোস আলকারাজ
টেনিস ইতিহাসের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপাধারী নোভাক জোকোভিচকে বিধ্বস্ত করে আবারও উইম্বলডন শিরোপা জিতলেন স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ। রবিবার লন্ডনে পুরুষ এককের ফাইনালে টেনিস সম্রাটকে প্রতিদ্বন্দিতা গড়ারই সুযোগ দেননি আলকারাজ। জিতেছেন সরাসরি সেটে (৩-০)। জয়ের ব্যবধান ৬-২, ৬-২ ও ৭-৬ (৭-৪)।
টানা দ্বিতীয়বার উইম্বলডন শিরোপা জিততে আলকারাজের সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা ২৭ মিনিট। এর মধ্য দিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এই স্প্যানিশ।
জোকোভিচের সামনে ছিল ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। আর এটা করতে পারলে নারী–পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের একক মালিকানা পেয়ে যেতেন জোকোভিচ। কিন্তু গতবছর উইম্বলডন ফাইনালের মতো এবারও ব্যর্থ হওয়ায় মার্গারেট কোর্টের সঙ্গেই রেকর্ডটি ভাগাভাগি করতে হচ্ছে এই টেনিস কিংবদন্তিকে। উল্লেখ্য ইনজুরি ও অফফর্ম মিলিয়ে এ বছর একটি গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেননি জোকোভিচ।
গত বছর চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিই ঘরে তোলেন নোভাক জোকোভিচ। কিন্তু ব্যর্থ হন কেবল উইম্বলডনে। লন্ডনের আগের বারের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হার না মানলে তার মেজর ট্রফির জয়ের বিশ্ব রেকর্ডটি হয়ে যেত ২০২৩ সালেই। সঙ্গে এক পঞ্জিকাবর্ষে চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিতে ভাগ বসিয়ে ফেলতেন ২৪ মেজর ট্রফির মালিক সার্বিয়ান এ সুপারস্টার।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যান সেমিফাইনাল থেকে। আর ফরাসি ওপেনে জোকোভিচকে থামতে হয় শেষ আটেই। আজ লন্ডনের উইম্বলডনেও পূর্ণ হলো না ২৫ গ্র্যান্ড স্ল্যাম। গত বছরের ফাইনালের পুনর্মঞ্চায়ন হলো অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে। ফাইনালে কার্লোস আলকারাজের কাছে সরাসরি সেটে হেরেছেন জোকোভিচ। তাতে নারী-পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারলেন না র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা এ মেগাস্টার।