× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা ফাইনাল

আর্জেন্টাইন দুই গুরুর লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৫:৫৭ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৭:১৭ পিএম

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবেন  লিওনেল স্কালোনি ও নেস্তর লরেঞ্জো; কোলাজ ছবি

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবেন লিওনেল স্কালোনি ও নেস্তর লরেঞ্জো; কোলাজ ছবি

কোপা আমেরিকার ফাইনালের ফল যা-ই হোক, এক অর্থে জয়টা আর্জেন্টিনারই হবে। দুই দলের ডাগ-আউটেই যে থাকবেন আর্জেন্টাইন দুই কোচ। যে দলই জিতুক, জয়টা হবে তাই আর্জেন্টিনার। এই একটা জায়গায় এক সুতোয় মিলে থাকলেও নিঃসন্দেহে স্বদেশি দুই কোচের চাওয়া ভিন্ন। নিজের দেশ ছাপিয়ে যেমন কলম্বিয়ার জন্য শিরোপা জিততে মরিয়া হবেন দলটির প্রধান কোচ নেস্তর লরেঞ্জো। টানা কোপা জয়ের কীর্তি হাতছাড়া করতে চাইবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। সেই অর্থে, এটি আর্জেন্টাইন দুই গুরুর লড়াইও বটে!

ইতিহাস সাক্ষী, গুরু-শিষ্যের লড়াইয়ে অনেক সময়ই জিতেছে শিষ্য। তাই বলে গুরুর মাহাত্ম্য কমে যায়নি কখনই। এই ম্যাচেও বিশ্বকাপ জেতা স্কালোনির বিপক্ষে হেরে গেলে হয়তো মাহাত্ম্য কমে যাবে না লরেঞ্জোর। তারপরও আলোচনার খোরাক এটি, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গুরু-শিষ্যর দ্বৈরথও এখন গুরুত্বপূর্ণ দিক। টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়াকে ট্রফি জেতানোর সুযোগ লরেঞ্জোর সামনে। এমনটা হলে ২০০১ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবেন হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা। যদিও মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ রদ্রিগেজদের লড়াই মাঠ ছাপিয়ে তাই ডাগ-আউটও উত্তপ্ত করছে। শিরোপা জেতার জন্য নিজেদের ‘ঘরের লোক’ লরেঞ্জোর বিপক্ষে পরীক্ষা দিতে হবে স্কালোনিকে। খেলোয়াড় হিসেবে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মিলে আর্জেন্টিনার ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে খেলা দলটির সদস্য ছিলেন লরেঞ্জো। সেই লরেঞ্জোর সামনে এবার সুযোগ ৩৪ বছরের সেই পুরোনো গল্পকে পেছনে ফেলে নতুন এক গল্প শুরু। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ হোসে পেকারম্যানের সহকারী ছিলেন লরেঞ্জো। যে দলে মেসির পাশাপাশি রাইটব্যাক হিসেবে সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনিও। 

লরেঞ্জোর সঙ্গে স্কালোনির আরও একটি মিল আছে। দুজনই জাতীয় দলের হয়ে ১৩ নম্বর জার্সি পরে খেলেছিলেন। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে কোপার শিরোপা এনে দিতে পারলে সেটি নিশ্চিতভাবেই লরেঞ্জোর ক্যারিয়ারে অনবদ্য এক গল্প হয়েই থাকবে। লরেঞ্জোর কলম্বিয়া ইতিহাস গড়ার শেষ ধাপটি পেরোতে পারবে কি না, সেই প্রশ্নের উত্তর সময়ের হাতেই থাকল। কিন্তু এখন পর্যন্ত কলম্বিয়ার ডাগ-আউটে নিজের পারফরম্যান্সের দিকে ফিরে তাকালে, শান্ত স্বভাবের মানুষটি তৃপ্তির হাসি হাসার অনেক রসদই পাবেন। আর আর্জেন্টিনাকে সম্ভাব্য সব শিরোপা জেতানো স্কালোনি যদি ট্রফি জেতেন, তাহলে অমরত্বই পেয়ে যাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা