বললেন হরভজন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৫:০০ পিএম
ফাইল ছবি
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাঠে গড়ানোর কথা চ্যাম্পিয়নস ট্রফির৷ আইসিসির সবুজ সংকেত পেয়েই ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মধ্যে দেশটিতে খেলতে যাওয়া নিয়ে টালবাহানা শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে নিজেও সুর মেলালেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের স্পিনার হরভজন সিং। তার মতে, ভারতের জন্য পাকিস্তানে খেলা নিরাপদ নয়।
শনিবার (১৩ জুলাই) রাতে ইংল্যান্ডের বার্মিংহামে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগের আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এরপর পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এ প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন হরভজন। ডানহাতি এই অফস্পিনার সাফ জানিয়ে দিয়েছেন, ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ পাকিস্তানে খেলোয়াড়রা নিরাপদ নয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭১১ উইকেটের মালিক হরভজন বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’
এর আগে এশিয়া কাপেও পাকিস্তানের মাটিতে খেলতে অনীহা ছিল রোহিতদের। তবে সেবার টুর্নামেন্টটি হয়েছিল হাইব্রিড মডেলে। যার কারণে ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, এবার হাইব্রিড মডেল না-ও থাকতে পারে। তাই ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না আইসিসি।
ফলে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে রোহিত-কোহলিদের বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি করা হবে। সেক্ষেত্রে অবশ্য ভারতের বদলে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আট দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে ১৯৯৬ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পর, এটি হবে পাকিস্তানে প্রথম বড় ক্রিকেট ইভেন্ট।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে। সেই আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। দীর্ঘ বিরতি দিয়ে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নবম আসর। যেখানে অংশগ্রহণ করবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ্বের সেরা আট দল।