× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইম্বলডন

জোকোভিচের ইতিহাস নাকি আলকারাজের ডাবল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১২:২৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৭:৩০ পিএম

শিরোপা লড়াইয়ে নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ মুখোমুখি

শিরোপা লড়াইয়ে নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ মুখোমুখি

প্রথম জয়ের হাসিটা হাসেন কার্লোস আলকারাজ। পরে জয়ের উচ্ছ্বাসে মাতেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে দুজনের জয়ে গত বছরের ফাইনালের পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে উইম্বলডনে। আজ রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচ জোকোভিচের জন্য প্রতিশোধের উপলক্ষও। গত বছরের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আলকারাজের কাছে হার মেনেছিলেন এ সার্বিয়ান তারকা।

শুক্রবার রাতে সেন্টার কোর্টে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ মুসেত্তিকে প্রতিরোধ করার সুযোগই দেননি জোকোভিচ। ৬-৪, ৭-৬ (৭ /৬) ও ৬-৪ গেমে জিতে টিকিট কেটেছেন উইম্বলডনের নিজের দশম ফাইনাল। সব মিলিয়ে ৩৭তম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন জোকোভিচ।

আজ সন্ধ্যা ৭টায় কোর্টে গড়াতে যাওয়া ফাইনালে আলকারাজকে ধরাশায়ী করতে পারলে নতুন ইতিহাস লিখবেন জোকোভিচ। জিতলে নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ ২৫টি শিরোপা জয়ের বিশ্বরেকর্ড গড়বেন তিনি। দুজনই এখন সমান ২৪টি করে গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।

সঙ্গে জোকোভিচের সামনে সুবর্ণ সুযোগ উইম্বলডনে সর্বাধিক শিরোপা জয়ে কিংবদন্তি রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসানোর। উইম্বলডনের ৮টি শিরোপা জিতে শীর্ষে আছেন ফেদেরার। তার পরে জোকোভিচ উইম্বলডন শিরোপা জিতেছেন ৭টি।

তিন গ্র্যান্ড স্ল্যামের মালিক আলকারাজকে প্রশংসায় ভাসালেন জোকোভিচ, ‘সে সবদিক থেকে ভারসাম্যপূর্ণ খেলোয়াড়ের দারুণ এক উদাহরণ। আলকারাজের দারুণ একটি কোচিং দল আছে এবং তার মূল্যবোধও দারুণ। এ কারণে সে বেশ জনপ্রিয়ও। ২১ বছর বয়সিদের মধ্যে সে আমার দেখা সর্বকালের সেরাদের একজন। ভবিষ্যতে আমরা তার অনেক কীর্তি দেখব। সে আরও অনেক গ্র্যান্ড স্লাম জিতবে।’

সেন্টার কোর্টে দানিল মেদভেদেভকে ৩-১ সেটে হারিয়ে উইম্বলডন ফাইনালে নিজের নাম লিখেছেন আলকারাজ। আজ উইম্বলডনে তার টানা দ্বিতীয় ট্রফি জয়ের সুযোগ। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেটে ৭-৬ (৭/১) গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন এ স্প্যানিশ তরুণ। তবে পরের তিন সেটে আর বলতে গেলে লড়াইয়ের তেমন সুযোগ দেননি রাশিয়ান প্রতিপক্ষকে। ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বারের মতো পৌঁছে গেছেন উইম্বলডনের টানা দ্বিতীয় ফাইনালে।

উইম্বলডনের ফাইনালে ওঠা আলকারাজের কাছে নতুন কিছু নয়, ‘মনে হচ্ছে এখানে আমি আর নতুন নয়। আমি জানি ফাইনালের আগে অনুভূতি কেমন হয়। এ পরিস্থিতিতে আমি আগেও ছিলাম।’

ছন্দে থেকে দুর্দান্ত পারফরম্যান্সে এবারও চ্যাম্পিয়ন হতে চান আলকারাজ, ‘গতবার আমি যেসব কাজ করিনি সেগুলো এবার করার চেষ্টা করব এবং আরও ভালো খেলার চেষ্টা করব। চেষ্টা করব সবকিছু যেন ঠিকঠাকভাবে এগোয়। আশা করি স্প্যানিশদের জন্য সেই দিনটিও খুব ভালো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা