× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১১:৪১ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

ইংল্যান্ডে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগের আসর৷ যেখানে শিরোপা নির্ধারণী ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 

শনিবার (১৩ জুলাই) রাতে বার্মিংহামে ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পাকিস্তান। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত৷ 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার শারজিল খান (১২)। এরপর কামরান আকমল ও শোয়েব মাকসুদ দলের হাল ধরেন। কিন্তু দলীয় ৪৩ রানের মাথায় বিদায় নেন মাকসুদ। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন তিনি। কামরান আকমলের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। ৩৬ বল মোকাবেলা করে কোনো চার না হাঁকালেও ৩টি ছক্কা হাঁকান মালিক। মিসবাহ উল হক ১৫ বলে ১৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষদিকে নেমে শহীদ আফ্রিদি ৪ বলে ৪ ও সোহেল তানভীর ৯ বলে ১৯ রান করে ছিলেন অপরাজিত।

ভারতের পক্ষে অনুরিত সিং শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি ও ইরফান পাঠান।

জবাব দিতে নেমে ঝড়ো শুরু পায় ভারত। তৃতীয় ওভারে দলীয় ৩৪ রানে বিদায় নেন রবিন উথাপ্পা, ৮ বলে ১০ রান করে। তবে আম্বাতি রাইডু একপ্রান্ত আগলে রেখে রানের গতি ধরে রাখেন। সুরেশ রায়না ৪ রানে সাজঘরে ফিরলে রাইডুর সাথে হাল ধরেন গুরকিরাত সিং মান। 

তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৬০ রানের জুটি। ৩৩ বলে ৩৪ রান করে গুরকিরাত ও ৩০ বলে ৫০ রান করে রাইডু সাজঘরে ফিরলে ইউসুফ পাঠান শুরু করেন ঝড়ো ব্যাটিং। একটি চার ও তিনটি ছক্কায় ১৬ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। যুবরাজ সিং ২২ বলে ১৫ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন দলের জয়।

পাকিস্তানের পক্ষে আমের ইয়ামিন দুটি এবং সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ ও শোয়েব মালিক একটি করে উইকেট শিকার করেন।

অর্ধশতক হাঁকিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন আম্বাতি রাইডু, টুর্নামেন্ট সেরা হয়েছেন ইউসুফ পাঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা