প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১০:৪২ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৮:১৪ পিএম
নির্ধারিত ৯০ মিনিট শেষ, তখনও ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল উরুগুয়ে। তবে দলের প্রয়োজনের সময় যেন ত্রাতা হয়ে এলেন লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে দলকে এনে দিলেন সমতা। এরপর খেলাকে নিয়ে গেলেন টাইব্রেকারে। আর সেখানে সের্হিও রোচেতের বীরত্বে কানাডাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে।
চলতি কোপা আমেরিকায় এ নিয়ে দুবার টাইব্রেকারে জিতল উরুগুয়ে। এর আগে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতেছিল তারা। আর আজকের ম্যাচে কানাডাকে হারিয়ে আসর শেষ করল মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
রবিবার (১৪ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। অষ্টম মিনিটে কর্নার কিক থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মিডফিল্ডার বেন্তানকুর। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কোপার ১৫ বারের চ্যাম্পিয়নরা ৷ ১৪ মিনিট পর বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত এক গোল করে কানাডাকে সমতায় ফেরান কোনে।
এরপর আক্রমণ, পাল্টা আক্রমণ চলতে থাকলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কোনো দলই দেখা পাচ্ছিলেন না কাঙ্খিত সেই গোলের। অবশেষে ৮০ মিনিটে গোল পেয়ে যায় কানাডা। প্রতিপক্ষের খেলোয়াড়ের জোরালো শট কোনোমতে ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রোচেত। তবে ফিরতি বল জালে পাঠিয়ে কানাডাকে লিড এনে দেন জোনাথন ডেভিড।
এতে লাতিন আমেরিকায় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম আসরেই তৃতীয় হওয়ার পথে ছিল কানাডা। কিন্তু উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজের কারণে তা আর সম্ভব হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরান সুয়ারেজ। দেশের হয়ে অভিজ্ঞ এই ফুটবলারের এটি ছিল ৬৯তম গোল।
এরপর টাইব্রেকারে উরুগুয়েকে জয় উপহার দেন গোলরক্ষক রোচেত। কানাডার ইসমায়েল কোনের দুর্বল শট ঠেকিয়ে দেন উরুগুয়ের এই গোলরক্ষক। পরে আলফুঁ ডেভিসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর তাতেই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।