প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২১:৩৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২১:৫১ পিএম
লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন জেমস অ্যান্ডারসন। আগামী ১৮ জুলাই নটিংহ্যামের ট্রেন্টব্রিজে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে অ্যান্ডারসনের জায়গায় আরেক পেসার মার্ক উডকে দলভুক্ত করেছে ইংল্যান্ড।
এই বছরের শুরুতে ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজের দলে ছিলেন উড। যার মধ্যে তিনটি ম্যাচের একাদশে ছিলেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালসহ পাঁচ ম্যাচেও খেলেছেন তিনি। অ্যান্ডারসনের বিদায়ে এবার টেস্ট দলেও ফিরলেন ৩৪ বছর বয়সি এই পেসার।
লর্ডস টেস্টে অভিষেকেই ১২ উইকেট নেওয়া গাস অ্যাটকিনসনের সঙ্গে স্কোয়াডে পেস অপশনে আরও আছেন ক্রিস ওকস। এ ছাড়া দুই ইনিংসে ১৮ ওভার বল করে বোলিং ফিটনেসের প্রমাণ দিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। একাদশে থাকলেও অফস্পিনার শোয়েব বশির কোনো বল করেননি।
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, ওলি পোপ, ম্যাথু পটস, ,জো রুট, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড।