× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া সফরে সুযোগ কাজে লাগাতে চান জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৭:০৬ পিএম

অস্ট্রেলিয়া সফরে সুযোগ কাজে লাগাতে চান জয়

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। অবশ্য এরপর আর কখনই টেস্ট খেলতে ডাকেনি পরাশক্তিরা। আইসিসির এফটিপি অনুযায়ী ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তাই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে হাই পারফরম্যান্স (এইচপি) দল। সফরে প্রথম শ্রেনির ম্যাচগুলোর অধিনায়ক মাহমুদুল হাসান জয়। টেস্ট দলের এই সদস্য মনে করেন অস্ট্রেলিয়ায় জাতীয় দলের পরবর্তী সফরের প্রস্তুতির মঞ্চ হবে এইচপির এই সিরিজ। আর এই সুযোগের পুরোটাই কাজে লাগাতে চান ২৩ বছর বয়সি এই ব্যাটার। 

শনিবার (১৩ জুলাই) সকালে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে এইচপি দলের একাংশ। টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডের খেলোয়াড়রা যাবেন পরে। প্রথমবার অস্ট্রেলিয়া সফরকে ক্যারিয়ারের বড় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন জয়। দেশ ছাড়ার আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় সুযোগ আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি। কারণ আমি বলব যে, আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটা প্রথম সফর। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে।’

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর শুরু হবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ দিয়ে। ১৯-২২ ও ২৬-২৯ জুলাই তাদের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি দল। ১ থেকে ৬ আগস্ট একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এইচপি দল। এরপর ৯ দলীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ১৯ আগস্ট দেশের পথ ধরবে এইচপি দল। এইচপি দলে ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞদের পাশাপাশি বয়সভিত্তিক দল থেকে আসা প্রতিভাবানদের রাখা হয়েছে। 

চারদিনের স্কোয়াডে জয়ের পাশাপাশি আছেন শাহাদাৎ হোসেন দিপু, সাদমান ইসলামের মতো টেস্টে অভিজ্ঞরা। পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কনের মতন ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সেই সঙ্গে ঠাঁই মিলেছে আইচ মোল্লাহ, পারভেজ রহমান জীবন, আরিফুল ইসলামদের মতন বয়সভিত্তিক ধাপ পেরিয়ে আসা ব্যাটার। পেস আক্রমণে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধের সঙ্গে জায়গা হয়েছে রিপন মন্ডল, মারুফ মৃধাদের মতন উঠতিদের।

প্রথম শ্রেণির সিরিজে এইচপির অধিনায়ক জয়ের লক্ষ্য সিরিজ জেতা, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে সিরিজ জেতার লক্ষ্য থাকবে। আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। জাতীয় দলের কয়েকজন আছে। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব।’

চার দিনের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।
ওয়ানডে দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।
টি-টোয়েন্টি দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল এবং মারুফ মৃধা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা