× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপার ফাইনালে ঝলক দেখাবেন শাকিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৬:৩৮ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৯:২৬ পিএম

মেসিদের খেলার মাঝেই ফাইনাল মাতাতে গাইবেন জনপ্রিয় কলম্বিয়ান গায়িকা— সংগৃহীত ছবি

মেসিদের খেলার মাঝেই ফাইনাল মাতাতে গাইবেন জনপ্রিয় কলম্বিয়ান গায়িকা— সংগৃহীত ছবি

শেষ ঝলকের অপেক্ষায় কোপা আমেরিকা। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসরের পর্দা নামার দিনে ফুটবলীয় আমেজ ছাপিয়ে যেতে থাকছেন শাকিরাও। গ্রা্ন্ড ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় এই পপ তারকা। 

গণমাধ্যমের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা শাকিরা পারফর্ম করবেন। স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে তিনি গাইবেন। স্টেডিয়ামটিতে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন।

শাকিরার জন্ম কলম্বিয়ায়। কোপার ফাইনালে তার দেশ লড়াই করবে লিওনেল মেসিদের সঙ্গে। সেখানে পারফর্ম করবেন ভেবে খুবই উদ্বেলিত শাকিরা। সে কথা সংবাদমাধ্যমকে জানিয়েও দিয়েছেন। লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কনমেলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, ‘শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা। যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো সারা বিশ্বে গাওয়া হয় এবং তিনি সবাইকে নাচের তালে মাতিয়ে রাখেন। আমরা নিশ্চিত, কোপার আসরে তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্ব সংগীতের জগতে আলোড়ন সৃষ্টি করেন শাকিরা। সে সময় ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। এবার ১৫ জুলাইয়ের ফাইনালে প্রথমবারের মাতাবেন কোপার মঞ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা