ইউরো চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৩:৪০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৪:০১ পিএম
দানি ওলমো লক্ষ্য নির্ধারণ করে বসেছেন। সংগৃহীত ছবি
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিততে ফাইনালে গোল করতে হবে দানি ওলমোর। তবে এ পুরস্কার নিয়ে নয়, বরং ফাইনাল ম্যাচে দলকে জেতানোর বিষয়ে এখন ভাবছেন ওলমো। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলেছেন স্প্যানিশ তারকা।
ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। রবিবার রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্পেন এবং ইংল্যান্ড। ফাইনালের আগে উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই। তবে কার হাতে উঠবে শিরোপা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ পর্যন্ত।
ফাইনালে ট্রফি ছাড়াও দুই দলের ফুটবলারদের মাঝে লড়াই হবে গোল্ডেন বুট নিয়েও। স্প্যানিশ তারকা দানি ওলমো এখন পর্যন্ত গোল করেছেন ৩টি। সমানসংখ্যক গোল করে সোনালি বুটের দাবিদার হ্যারি কেইনও। ৩টি করে গোল রয়েছে কোডি গাকপো এবং জামাল মুসিয়ালারও। তবে এ দুজন এখন টুর্নামেন্টের বাইরে। তাই কেইন এবং ওলমোর মধ্যেই চলবে লড়াইটা।
গোল্ডেন বুটের লড়াই নিয়ে ওলমো বলেন, ‘এ টুর্নামেন্টটা আমার দারুণ কেটেছে। ফাইনালে তা ধরে রাখতে চাই। এটা সত্য আমি এবং কেইন গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছি। অন্য ফুটবলার যেমন ফাবিয়ান এবং মোরাতাও এ রেসে আছে। মোরাতা হ্যাটট্রিক করলে সে জিতবে। আমি তাতে খুশিই হব। যে-ই গোল্ডেন বুট জিতুক না কেন, আমার কাছে ইউরো জেতাটা গুরুত্বপূর্ণ।’
ফাইনাল ম্যাচের আগে অনেকটা সময় পেয়েছে স্পেন। মাঠের অনুশীলনেই এ সময়টা কাটিয়েছেন ফুটবলাররা। শিরোপার মঞ্চে নামার আগে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচের সঙ্গে। ফাইনালে মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করেছেন ওলমোরা।