প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:২৯ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৬:৫২ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচিত ইস্যু পেসার তাসকিন আহমেদের ‘ঘুমকাণ্ড’। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভারতের বিপক্ষে ম্যাচেরদিন সকালে ওই ঘুমের ঘটনার বিষয়টি খোলাসা করেছেন তাসকিন নিজেও। তবুও ঘুমকাণ্ড থেকে মুক্তি মিলছে না তার৷ তাই শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন ডানহাতি এই পেসার৷
তাসকিনের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদন করায় দেশের দুটি গণমাধ্যম একাত্তর টিভির ক্রীড়া প্লাটফর্ম খেলাযোগ ও জাতীয় দৈনিক সমকালকে আইনি নোটিশ পাঠানো হয়েছে৷ বৃহস্পতিবার (১১ জুলাই) টাইগার পেসারের পক্ষ থেকে আলাদাভাবেই এই দুই গণমাধ্যমে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব।
সমকালকে পাঠানো নোটিশে সম্পাদক আলমগীর হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ এবং স্টাফ রিপোর্টার সিকান্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, গত ৩ জুলাই দৈনিক সমকালে প্রকাশিত ‘তাসকিনের ঘুম এবং বমিকাণ্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে বিশেষ পানীয়র কথা বলা হয়েছিল।
তাসকিনের দাবি সংবাদটি মিথ্যা এবং মানহানিকর। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচার করতে হবে। না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি ক্ষতিপূরণ চাইবেন তারা।
আর খেলাযোগকে পাঠানো আইনি নোটিশে মূল প্রতিষ্ঠান একাত্তর মিডিয়া লিমিটেড, জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশন্স এটিএম নজুরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও রিপোর্টার সাইফুল রুপকের নাম উল্লেখ করা হয়।
খেলাযোগকেও ৭ দিনের মধ্যে ক্ষমা প্রার্থনা করে একটি সংবাদ প্রচারের আহবান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ ও ক্ষতিপূরণ চাইবেন তাসকিন।
এর আগে তাসকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাসা করেছেন বিষয়টি। তিনি জানান, ‘আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।’
‘আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন’
‘আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’