প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২১:০৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ২১:০৪ পিএম
ব্রাজিলে ফুটবলারকে পুলিশের গুলি। সংগৃহীত ছবি
ব্রাজিলের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ চলাকালে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঠের মধ্যেই এক ফুটবলারকে গুলি করেছেন কর্তব্যরত পুলিশ। এই ঘটনায় তদন্তের নির্দেশনা দিয়েছে ব্রাজিলের গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার দেশটির দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে এই ঘটনা ঘটে।
ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রো ওয়েস্তে ও গ্রেমিওর মধ্যকার ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা বাদানুবাদ ও হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে পুলিশ এসে সমাধানের চেষ্টা করে। মারামারির মধ্যে গ্রেমিওর এক ফুটবলারকে সেন্ট্রোর একজন ধাক্কা দিলে গ্রেমিওর গোলরক্ষক র্যামন সুজা ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হন। এমন সময় খুব কাছ থেকে সুজার পা বরাবর রাবার বুলেট ছোড়েন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার পর আহত ফুটবলারকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।