নেদারল্যান্ডস কোচ কোম্যান বলছেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২০:৫৪ পিএম
ইউরো চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। কিন্তু ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ভিএআরে পাওয়া ইংল্যান্ডের পেনাল্টি। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান ভিএআর নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। তিনি মনে করছেন, ভিএআর ফুটবল ধ্বংস করছে!
গতকাল বুধবার (১০ জুলাই) রাতে ডর্টমুন্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে ৭ মিনিটে জাভি সিমন্সের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু ১৮ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। এরপর ৯০ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে ফাইনালের টিকিট পায় গ্যারেথ সাউথগেটের দল। কোম্যান প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের পাওয়া পেনাল্টি নিয়ে।
ম্যাচের ১৪তম মিনিটে কেইন ডাচদের বক্সের মধ্যে ডুমফ্রাইসের ফাউলের শিকার হলে ভিএআর চেক করে পেনাল্টি দেন রেফারি ফেলিক্স জোয়ায়ের। দেখে মনে হয়েছে, শরীরের স্পর্শের ঘটনাটা ছিল পুরোপুরি নির্দোষ প্রকৃতির। কিন্তু জার্মান রেফারি ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্তে অটল থাকেন।
পেনাল্টির সেই সিদ্ধান্ত নিয়ে কোম্যান পরে বলেছেন, ‘ডিফেন্ডার হিসেবে তাহলে কী করার আছে? আমার মতে এটা মোটেও পেনাল্টি ছিল না। আমরা ঠিকমতো ফুটবল খেলতে পারি না। কারণ ভিএআর। এটা ফুটবলকে ধ্বংস করছে।’
তার পর দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোম্যান। তার প্রতিক্রিয়া, ‘শেষ পর্যন্ত যে ফলটা হয়েছে তাতে আমি ভীষণ হতাশ। কারণ শুরুটা আমাদের জন্য খুব ভালো ছিল। ফলে এমন বিদায় মেনে নেওয়া কঠিন।’
দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ডাচদের এই দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ৬১ বছর বয়সী কোম্যান, ‘এই দলের ভবিষ্যৎ আছে। এমনিতে আমি ভীষণ গর্বিত। প্রতি ম্যাচেই তারা যেভাবে নিজেদের নিংড়ে দিয়েছে, সেটা ভালো লেগেছে। আমরা ভালো শুরু করলেও ইংল্যান্ড মাঝমাঠে ছড়ি ঘোরানোয় আমাদের কিছু বিষয় পাল্টাতে হয়েছে। ভেবেছিলাম, আমরাই শ্রেয়তর দল। কিন্তু ৯১ মিনিটে (আসলে ৯০ মিনিটে) তারা গোলটি করার পর আমাদের ফেরার পথ ছিল না।’