× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

উরুগুয়ের বিদায়ের দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২০:৩২ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ২১:০৭ পিএম

উরুগুয়ের বিদায়ের দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে দাপুটে তিন জয়ের পর কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে। সেমিফাইনালে জিতলে ১৩ বছর পর উঠত মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শিরোপার মঞ্চে। কিন্তু শেষ চারের বাধা আর টপকাতে পারেনি দারউইন নুনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোরা। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লা সেলেস্তেরা। দলের ব্যর্থতার দায় নিজ কাঁধেই নিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। 

বৃহস্পতিবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের শার্লোটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে  কলম্বিয়ার কাছে হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন বিয়েলসা। সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘দুই দলের খেলোয়াড়ের দিকে তাকালে বুঝবেন, উরুগুয়ে জেতার মতো পরিষ্কার অবস্থানে ছিল। আমি যে দলটি পরিচালনা করি, আমার মতে ব্যক্তি বিচারে প্রতিপক্ষের তুলনায় আমার দলটাই শক্তিশালী। কিন্তু আমরা পার্থক্য তৈরি করতে পারিনি। খেলোয়াড়দের প্রতিপক্ষকে টপকে যাওয়ার ক্ষমতা থাকলেও প্রথমার্ধ নিয়ন্ত্রণে রাখতে না পারা এবং দ্বিতীয়ার্ধে একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধাও কাজে লাগাতে না পারার দায় আমি নিচ্ছি।’

উরুগুয়ের বিদায়ের দায় নিজের কাঁধে নিলেও খেলোয়াড়দের সমালোচনাও করেছেন বিয়েলসা, ‘হারলে তো যেকোনো কিছুই অজুহাত হতে পারে। তবে একপর্যায়ে আমাদেরও মানিয়ে নিতে হয়েছে। ন্যান্দেজ, আরাউহো, অলিভেরা, ভিনা, বেন্তাঙ্কুর—এসব খেলোয়াড়ের বদলি হিসেবে যাদের নামানো হয়েছে, তারা সেরাটা দিতে পারেনি।’

ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার জেফারসন লেরমার গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কলম্বিয়ার দানিয়েল মুনোজ লাল কার্ড দেখায় ম্যাচের বাকি সময় একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুবিধা পেয়েছিল উরুগুয়ে। কিন্তু সুবিধাটা কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারেননি বিয়েলসার খেলোয়াড়েরা।

এ প্রসঙ্গে বিয়েলসো বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা একজন বেশি নিয়ে খেলেছি এবং খেলাও আর স্বাভাবিক থাকেনি। কারণ, অসংখ্যবার খেলা থেমেছে। যদিও সবকিছু নিয়মের মধ্যেই হয়েছে। তবে যেসব দল খেলা তৈরি করতে পছন্দ করে, তাদের জন্য ছন্দ ধরে রাখা কঠিন।’

কোপা আমেরিকার শুরু থেকেই এবার দারুণ ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপের তিন ম্যাচে অন্য সবার চেয়ে বেশি ৯ গোল করে তারা। কিন্তু নকআউট থেকেই যেন হাওয়া তাদের গোল। দুই ম্যাচের একটিতেও প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেননি দারউইন নুনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোরা।

কলম্বিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালেই থেমে গেছে উরুগুয়ের এবারের কোপা আমেরিকা। ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা দলটি গোলের জন্য করে ১১টি শট। কিন্তু ২টির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। পোস্টে লেগে ফিরে আসে বদলি নামা লুইস সুয়ারেজের শট। ফলে শিরোপার অপেক্ষা আরও বাড়ছে তাদের। বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার মুখোমুখি হবে উরুগুয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা