সম্ভাব্য ভেন্যু দুবাই বা শ্রীলঙ্কা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৪:৩১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৫:২৩ পিএম
ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে
২০২৫ সালে পাকিস্তানের মাটিতে বসার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তবে এ টুর্নামেন্ট নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে ভারত। এ টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে দল পাঠাবে না তারা। পাকিস্তানের বদলে অন্য কোথাও টুর্নামেন্ট খেলতে চায় ভারতীয়রা। সিদ্ধান্তটা শিগগিরই বিসিসিআই জানাবে আইসিসিকে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে এমন খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইসিসির কাছে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানাবে যাতে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কায় রাখা হয়। এর আগে এশিয়া কাপের সময়ও পাকিস্তান সফর করেনি ভারত। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করেছিল আইসিসি। এবার আইসিসির কাছে একইরকম আবেদন জানাতে যাচ্ছে বিসিসিআই। এ ক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় তারা।
ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে আইসিসি তাদের ম্যাচের ভেন্যু পাল্টে ফেলতে বাধ্য। এ ক্ষেত্রে সমস্যায় পড়বে পাকিস্তান। কারণ ভারতের গ্রুপের অন্য দলগুলোর খেলাও সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে পাকিস্তান থেকে। সন্দেহ নেই, ভারতের অনড় সিদ্ধান্তে বেশ বিপদেই পড়ে গেছে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজেদের আগের সিদ্ধান্তেই অনড় থাকতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন। পাকিস্তান নিয়ে তার মনোভাব এখনও আগের মতোই। সীমান্ত সমস্যাটা চিরবৈরী দুই প্রতিবেশীর ক্রিকেটীয় সম্পর্ক জোড়া লাগানোর পথে প্রধান সমস্যা। ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করায় বেশ বেকায়দায় পড়েছে পাকিস্তান।