প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১২:৫৮ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৩:৫০ পিএম
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীলঙ্কা সফর থেকে মেন ইন ব্লুদের দায়িত্ব নিচ্ছেন তিনি। কোচ হওয়ার সঙ্গে সঙ্গেই গম্ভীরের বেতন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।
শোনা যাচ্ছিল, বিসিসিআই গম্ভীরকে সাবেক কোচ রাহুল দ্রাবিড়ের চেয়ে বেশি বেতন দেবে। কিন্তু বোর্ডসূত্র বলছেন, গম্ভীরের বেতন-ভাতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বিসিসিআই গৌতম গম্ভীরকে হেড কোচ হিসেবে বেছে নিলেও তার বেতন এখনও ঠিক করেনি। তবে বেতন রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর সমান পাবেন বলে জানা গেছে।
বোর্ডের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, ‘গৌতমের বেলায় দায়িত্ব নেওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। এখন বেতন ও অন্য বিষয়গুলোয় মনোযোগ দেওয়া যেতে পারে। এটি ২০১৪ সালে রবি শাস্ত্রীর বেলায় এমনটা ঘটেছিল। তাকে প্রধান কোচ ডানকান ফ্লেচারের জায়গায় প্রথমবারের মতো ক্রিকেটের পরিচালক করা হয়েছিল। যেদিন রবি যোগ দিয়েছিলেন, তার কোনো চুক্তিও ছিল না। এ বিষয়গুলো পরে করা হয়েছিল। গৌতমের ক্ষেত্রেও কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ চলছে। তার বেতন হবে রাহুল দ্রাবিড়ের সমান।’