× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিষেকেই অ্যাটকিনসনের ৭ উইকেট শিকারের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১১:০৯ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১১:৪৯ এএম

গ্যাস অ্যাটকিনসন

গ্যাস অ্যাটকিনসন

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে ‘না’ বলতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। এ কারণে লর্ডস টেস্টে সবার নজর ছিল ইংল্যান্ডের তারকা এ বোলারের ওপর। কিন্তু মাঠের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচের প্রথম দিনে লাইমলাইটে চলে এসেছেন গাস অ্যাটকিনসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের দিনেই ৪৫ রানে ৭ উইকেট শিকার করে রেকর্ড করে ফেলেছেন ২৬ বছরের এ পেসার।

চতুর্থ বোলার হিসেবে লর্ডসে টেস্ট অভিষেকে ৭ বা এর বেশি উইকেট নিলেন অ্যাটকিনসন। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার পেসার বব ম্যাসি দুই ইনিংসেই শিকার করেছিলেন সমান ৮টি করে উইকেট। ক্যারিবিয়ানরা ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল। কিন্তু অ্যাটকিনসনের বিধ্বংসী বোলিংয়ে ১২১ রানেই থেমে যায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। শেষ ৭ উইকেটের বিনিময়ে তারা তোলে মাত্র ৩৩ রান।

জবাবে প্রথম দিনের শেষ দিকে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ইংল্যান্ড। এতে ৬৮ রানের লিড পেয়েছে ইংলিশরা।

ব্র্যাথওয়েটের উইকেট ভেঙে টেস্টে প্রথম উইকেট নেন অ্যাটকিনসন। সেটা ম্যাচের একাদশ ওভারে এসে। ১ ওভার বিরতি দিয়ে বিদায় করেন কার্ক ম্যাকেঞ্জিকে। ড্রাইভ করতে গিয়ে স্লিপে ফিল্ডারের তালুবন্দি হন বাঁ-হাতি এ ব্যাটার। প্রথম স্পেলে ৫ ওভারে ৪ মেডেনসহ ২ রান দিয়ে নেন ২ উইকেট।

মধ্যাহ্নভোজ বিরতির পর আরও ক্ষুরধার বোলিং করতে থাকেন অ্যাটকিনসন। নিজের নবম ওভারের চার বলে তিন উইকেট ফেলে দিয়ে পান ফাইফারের দেখা। আলিক আথানেজ প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলেই আউট করেন সিনিয়র জেসন হোল্ডারকে। হ্যাটট্রিক বলটি রুখে দিলেও পরের বলেই উইকেটরক্ষকের গ্লাভসে বন্দি হন জশুয়া ডি সিলভা।

নিজের ঠিক পরের ওভারেই খেই হারিয়ে ফেলেন অ্যাটকিনসন। চারটি বাউন্ডারি হজম করেন তিনি। মার খেয়েই খেলায় দারুণভাবে প্রত্যাবর্তন করেন এ পেসার। নিজের পরের ওভারের প্রথম তিন বল খরচ করেই আলজারি জোসেফ ও শামার জোসেফের উইকেট নেন। এতেই ৭ উইকেট পূর্ণ হয় অ্যাটকিনসনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা