× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উরুগুয়ের বিদায়, ফাইনালে উঠে কলম্বিয়ার চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ০৮:২৮ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৪:০১ পিএম

উচ্ছ্বাসের বন্যায় ভেসে যাচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা

উচ্ছ্বাসের বন্যায় ভেসে যাচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা

তাদের ঘরে আছে ১৫টি কোপা আমেরিকার শিরোপা। দলও ছিল দুর্দান্ত ফর্মে। ব্রাজিলকে বিদায় করা সেই উরুগুয়ে ছিল শিরোপা জয়ের লড়াইয়ে হট ফেভারিট। কিন্তু দুর্ভাগ্য! সেই উরুগুয়ে সেমিফাইনাল থেকে নিল বিদায়। শেষ চারের ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালের টিকিট কেটে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছে কলম্বিয়া। ট্রফির জন্য এখন ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই করতে হবে কলম্বিয়াকে। 

প্রথমার্ধেই লিড নেয় কলম্বিয়া। একমাত্র জয়সূচক গোল উপহার দেন জেফারসন লারমা। তার গোলে অ্যাসিস্ট করেন জেমস রদ্রিগেজ। এবারের টুর্নামেন্টে এনিয়ে ষষ্ঠ বার সতীর্থদের গোলে অবদান রাখলেন তিনি। কর্নার থেকে বল উড়িয়ে মারেন রদ্রিগেজ। সেই উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দেন লারমা।

তার দুর্দান্ত হেড কাঁপিয়ে দেয় উরুগুয়ের গোলপোস্টের জাল। শিরোপা নির্ধারণী ম্যাচে উঠার পথে একধাপ এগিয়ে যায় কলম্বিয়া। শেষ বাঁশি বাজানোর আগ পর্যন্ত উরুগুয়ে সেই গোল শোধ করতে না পারায় ফাইনালে নাম লেখে কলম্বিয়া।

ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা কলম্বিয়ার হাতেই ছিল। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ। দশ জনে পরিণত হয় কলম্বিয়া। স্নায়ুচাপ সামাল দিতে না পেরে ম্যানুয়েল উগার্তের বুকে কনুই মেরে চলে যান মাঠের বাইরে। তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা অবশ্য হয়নি। লড়াইয়ে লিড ঠিকঠাক ধরে রাখতে পেরেছে কলম্বিয়া। তবে এজন্য ঝরাতে হয়েছে প্রচুর ঘাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা