প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ০০:০৯ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১১:২২ এএম
সাকিব আল হাসান
প্রথম দুই ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ে অবদান রাখার চেষ্টা করে গেছেন সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচে এসে চেষ্টা করলেন। কিন্তু জ্বলে উঠতে পারলেন না। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই নিষ্প্রভ থেকে গেলেন বাংলাদেশের তারকা এ অলরাউন্ডার।
তার পারফরম্যান্সের দিনে টানা হারের তেতো স্বাদ হজম করল সাকিবের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। অবশ্য জয় দিয়েই মেজর লিগ ক্রিকেটে (এমএলএস) নতুন মিশন শুরু করেছিল তার দল। তৃতীয় ম্যাচে এসে সিয়াটল অর্কাসের বিরুদ্ধে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে তারা।
হাতের ব্যাট হাসাতে পারেননি সাকিব। তার অনুজ্জ্বল ব্যাটিংয়ের পরও জেসন রয় (৫২ বলে ৬৯)-ডেভিড মিলারের (২২ বলে ৪৪*) ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৮ রানের পুঁজি গড়ে লস অ্যাঞ্জেলেস। কিন্তু প্রতিপক্ষ সিয়াটল অর্কাস দিয়েছে কড়া জবাব।
শত্রুপক্ষের বোলারদের পাত্তা না দিয়ে জাদুকরী ৩ অঙ্কের দেখা পান রায়ান রিকেলটন (১০৩*)। তার সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি হাঁকান কুইন্টন ডি কক (৫১*)। দুজনের ব্যাটিং ঝলকে সাকিবদের গুঁড়িয়ে দিয়েছে সিয়াটল।
আজ বুধবার সকালে ডালাসে সাকিব ব্যাট হাতে নেমে মাত্র ৭ বলে ৭ রান দলীয় স্কোরে যোগ করে নেন বিদায়। তার এ মামুলি ইনিংসে ছিল ১টি বাউন্ডারি। হারমিত সিংয়ের ফুলটস বল খেলতে গিয়ে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ সঁপে দিয়ে ফেরেন সাকিব।
বাজে ব্যাটিংয়ের পর বল ঘুরিয়েও ব্যর্থতার গল্প লেখেন সাকিব। ইনিংসের নবম ওভারে বল হাতে নিয়েই খরুচে বোলিং করতে থাকেন। প্রথম ওভারে দেন ৮ রান। পরে ১১তম ওভারে ফের ঘূর্ণি বোলিং নিয়ে আসেন সাকিব। এ ওভারে ২টি ছক্কা হাঁকান রায়ান রিকেলটন। সাকিব দিয়ে ফেলেন ১৫ রান। ২ ওভারে ২৩ রান দেওয়ার পর সাকিব আর বল হাতে পাননি।