প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২১:৫৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২১:৫৪ পিএম
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় যে অন্য সবার চেয়ে আলাদা। ভিন্ন ধাতুতে গড়া এক মানুষ। কারোর কাছেই এটা অজানা নয়। এর আগে কখনও বাড়তি সুযোগ-সুবিধা নেননি ভারতের সদ্য সাবেক এ ক্রিকেট গুরু। এটা ফের প্রমাণ করলেন ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক এ তারকা ব্যাটার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সহকর্মীদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা নিতে কখনও রাজি হননি দ্রাবিড়। শেষ বেলায়ও আগের নীতিটাই ধরে রাখলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কোচিং স্টাফের অন্য সদস্যদের চেয়ে বেশি বোনাস নিতে নারাজ দ্রাবিড়।
১৩ বছর পর বিশ্ব শিরোপা জয়ের খুশিতে রোহিত শর্মাদের জন্য ১২৫ কোটি রুপির প্রাইজমানি ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অর্থটা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ অন্য সদস্যদের মধ্যে বণ্টন করে দিচ্ছে সংস্থাটি। ভারতের বিশ্বকাপ জয়ী ১৫ ক্রিকেটার পাচ্ছেন ৫ কোটি রুপি করে।
তাদের সমান ৫ কোটি রুপি বরাদ্দ ছিল হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও। কিন্তু বিশ্বজয়ী কোচ সাফ জানিয়ে দিয়েছেন ‘অতিরিক্ত’ বোনাস নেবেন না। তার সহকারী কোচরা যে পরিমাণ অর্থ বোনাস পাচ্ছেন, তিনি তাদের চেয়ে বেশি অর্থ নেবেন না।
দ্রাবিড়ের সতীর্থ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামব্রেরা বোনাস পাচ্ছেন ২.৫ কোটি রুপি করে। রাহুল দ্রাবিড়ও তাই ২.৫ কোটি রুপি নিতে ইচ্ছুক।