প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ২১:১৩ পিএম
ইংল্যান্ড ক্রিকেটের আবিষ্কার ‘বাজবল’ শব্দটি নিয়ে ঘোর আপত্তি কার্টলি অ্যামব্রোসের। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলারের মতে, বাজবল শব্দটি বেশ চটকদার।
বুধবার লর্ডসে শুরু হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের আগে বাজবল নিয়ে ক্যারিবীয় পেস বোলিং কিংবদন্তি বলেছেন, ‘বাজবলকে আমি গুরুত্ব দিই না। আগের সেই ওয়েস্ট ইন্ডিজ, আগের সেই অস্ট্রেলিয়া, সব সময়ই তাদের আক্রমণাত্মক সব খেলোয়াড় থাকত। তাই বলি কি, আক্রমণাত্মক খেলাসহ ইংল্যান্ড আজকাল যা করছে, এসব নতুন কিছু নয়।’
৯৮ টেস্টে ৪০৫ উইকেট নেওয়া অ্যামব্রোস অবশ্য এ বাজবল নিয়ে ইংল্যান্ডকে একটু খোঁচাও দিয়েছেন, ‘বাজবল একটা চটকদার নাম, তবে আমি কখনোই একটা সেকেন্ডও এটি নিয়ে ভাবিনি। আমরা জানি (অতীতে) ইংল্যান্ড ক্রিকেটটা একটু অন্য রকমভাবে খেলত; মনে হয় একটু বেশি ধীরেই খেলত। হঠাৎ করেই সেই দল আক্রমণ করে খেলার সিদ্ধান্ত নিল আর একটা নতুন নামও বানাল। আমি এটা নিয়ে কিছু শুনতে চাই না।’
ইংল্যান্ড সফরের ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং বিভাগ দেখে অ্যামব্রোস মনে করছেন, ভালো কিছুই করবে তারা। যদিও চোটের কারণে অভিজ্ঞ কেমার রোচ নেই দলে। তবে আলজারি জোসেফ, জেইডেন সিলস, শামার জোসেফ ও জেসন হোল্ডাররা আছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।