প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৯:৪১ পিএম
আগামী ১৩ জুলাই অজি মুলুকে যাবে এইচপি দল— বিসিবি
প্রায় দেড় মাসের লম্বা সফরে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অস্ট্রেলিয়ান কন্ডিশনে তিন ফরম্যাটেই সিরিজ খেলার সুযোগ রয়েছে ভিন্ন খেলোয়াড় নিয়ে সাজানো দলটির সামনে। আগামী ১৩ জুলাই অজি মুলুকে যাবেন তারা। সেখানে লাল বল ও সাদা বলের দুই সংস্করণে ম্যাচ খেলবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিন ফরম্যাটে দল দিয়েছে বিসিবি। চার দিনের খেলায় রাখা হয়েছে দুই টেস্ট ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। ওয়ানডে ফরম্যাটে রয়েছেন আফিফ হোসেন এবং টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকবেন আলিস আল ইসলাম।
কয়েক সপ্তাহ ধরে চলা এইচপি ক্যাম্পের কার্যক্রম আজ শেষ হয়। অজি সফরে কোচ হিসেবে থাকার কথা ছিল ন্যাথান হেরিটজের। কিন্তু তাকে না পাওয়ার কারণে সফরে হেড কোচের দায়িত্ব পালন করবেন কোরি কোলমোর। পুরো দলের সঙ্গে বুধবার বিসিবিতে বসেছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের সঙ্গে আলাপ শেষে তিনি বলেন, ‘খেলোয়াড়দের জন্য এটা একটা বড় সুযোগ। এখানে কিছু জাতীয় দলের খেলোয়াড় নেওয়া হয়েছে। কারণ, ২০২৭ এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে সফর আছে, ওই খেলাটাও কিন্তু ডারউইনে হবে। তাদেরও একটা প্রস্তুতি।’
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের এইচপি দল ১০টি ম্যাচ খেলবে। ডারউইনে পাকিস্তান শাহীনের বিপক্ষে চার দিনের দুটি ম্যাচ খেলবে। এরপর শুরু হবে পাকিস্তান শাহীনস, নর্দার্ন টেরিটোরি ও বাংলাদেশ এইচপির মধ্যে ওয়ানডে সিরিজ। তিন দলের ওয়ানডে সিরিজ শেষে ৯টি দল নিয়ে ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেমিফাইনাল, ফাইনালের আগ পর্যন্ত ২০ ওভারের ৬টি ম্যাচ খেলবে এইচপি। বাংলাদেশ এইচপি ছাড়াও টুর্নামেন্টে থাকছে পাকিস্তান শাহীনস, নর্দান টেরিটোরি, পার্থ স্করচার্স, মেলবোর্ন রেনেগার্ডস, মেলবোর্ন স্টার্স, তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও এসিটি কোমেটস।
বাংলাদেশ এইচপির চারদিনের দুটি ম্যাচে নেতৃত্ব দিবেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান, সহ-অধিনায়ক শাহাদাত হোসেন। একদিনের সিরিজে অধিনায়ক আফিফ হোসেন, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আকবর আলি। টি-টোয়েন্টিতে অধিনায়ক আকবর আলির ডেপুটি থাকবেন মাহফুজুর রহমার রাব্বি।
৩৫ দিনের সফর শেষে ১৩ আগস্ট দেশে ফেরার ফ্লাইটে চড়বে বাংলাদেশ এইচপি।