প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৯:৩৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৯:৫৩ পিএম
বুধবার থেকে লর্ডসে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের মূল একাদশে ত্যাগনারায়ণ চন্দরপালের জায়গায় প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মিকাইল লুই। দেশটির ৯৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের লুই প্রথম খেলোয়াড়, যিনি সেন্ট কিটস দ্বীপ থেকে উঠে এসেছেন।
ক্যারিবীয় অঞ্চলের প্রাচীনতম দ্বীপগুলোর মধ্যে সেন্ট কিটস একটি হওয়া সত্ত্বেও এর আগে কেউই ওয়েস্ট ইন্ডিজ দলে টেস্ট অভিষেক করাতে পারেননি। ২৩ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সাদা জার্সি গায়ে জড়িয়েছেন লুই। এর আগে ১৬ বছর বয়সে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের জায়গা পান লুই। কিন্তু শুরুটা তার একদমই ভালো যায়নি। লেগ স্পিনে দেখাতে পারেননি ঘূর্ণি, ব্যাটিংয়েও ছিলেন নিষ্প্রভ। ওই বছরই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্বের সুযোগ পান ডানহাতি ওপেনার ব্যাটার। সেই ম্যাচে ১৪ বলে ১৪ রানের বেশি করতে পারেননি। বল হাতেও নিজের সম্ভাবনার জানান দিতে পারেননি।
তখন খেলাটা ছেড়ে দেওয়াই তার জন্য সহজ মনে হচ্ছিল। কিন্তু থেমে যাননি এই অলরাউন্ডার। সেখান থেকেই বরং ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এই বছরের ফেব্রুয়ারি থেকে তার দ্বিতীয় জীবন শুরু। এ সময় লিওয়ার্ডস দ্বীপপুঞ্জের হয়ে প্রথম শ্রেণির অভিষেক থেকে নিজেকে চেনান লুই। পরের সাত ম্যাচে ডানহাতি ব্যাটার ৪৮ দশমিক ৭১ ব্যাটিং গড়ে করেন ৬৮২ রান। এবার তার আন্তর্জাতিক আঙিনায় কিছু করে দেখানোর সময়। যদিও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের বেশি করতে পারেননি। তবে তার অসীম প্রতিভা মূল্যায়ন করার জন্য এক ইনিংস যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকে।