× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

আগামীকাল সকালে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৬:৪৪ পিএম

আগামীকাল সকালে মুখোমুখি উরুগুয়ে-কলম্বিয়া

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। বিপরীতে কলম্বিয়ার শোকেসে ট্রফি মাত্র একটি। শক্তিমত্তা, ইতিহাস ও ঐতিহ্যগুণে কলম্বিয়ানদের চেয়ে ঢের এগিয়ে মার্সেলো বিয়েলসার দল। তবে কোপার সেমিফাইনালের আগে ভয়-ডরহীন কলম্বিয়া। বড় স্বপ্নের আঁকিবুঁকি দলটির কোচ নেস্টর লরেঞ্জের চোখে। শুধু সেমিই নয়, শিরোপায় দৃষ্টি তার। বিয়েলসার লক্ষ্যও অভিন্ন। ৪৮তম কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল যে উত্তাপ ছড়াবে, তা বলাই বাহুল্য। উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দু’দলের লড়াই। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

কোপার ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। পানামাকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া দলটি এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। এমনকি টানা ২৭ ম্যাচে অপরাজেয় থাকার কীর্তি গড়েছেন পাকুন্দু পেলেস্তারিরা। সফলভাবে গ্রুপপর্ব শেষের পর শেষ আটে ব্রাজিলের মতো প্রতিষ্ঠিত দলকেও হটিয়ে দেয় তারা। ক্ষণে ক্ষণে ফাউল আর দৈহিক শক্তি প্রদর্শন করে সেলসাওদের মুভগুলো অঙ্কুরেই বিনাশ করে টুর্নামেন্টছাড়া করেন আরাউহো-উগারতেরারা। গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন কলম্বিয়ার অবশ্য হারের ক্ষত রয়েছে। চার ম্যাচের একটিতে হার তাদের। তবে পানামাকে ৫-১ গোলে ধরাশায়ী করে সেমির টিকিট কাটে দলটি।

টুর্নামেন্টে দুদলের দাপুটে পারফর্ম হলেও মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার চেয়ে এগিয়ে উরুগুয়ে। ১৯৪৫ সাল থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৫ বার মুখোমুখি হয়েছে উরুগুয়ে-কলম্বিয়া। জয়ের হিসেবে এগিয়ে প্রতিযোগিতায় আর্জেন্টিনার সমান সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কলম্বিয়ার ১৪ জয়ের বিপক্ষে উরুগুয়ের জয় ২০টিতে। বাকি ১১ ম্যাচ হয়েছে ড্র। ২০০৪ সাল থেকে দুদলের ১৫ বারের দেখায়ও এগিয়ে উরুগুয়ে। তাদের ৭ জয়ের বিপরীতে ৩ জয় কলম্বিয়ার। বাকি ৫টি ড্র। উরুগুয়ের মাঠে ৭ ম্যাচের মধ্যে ৪ জয় ও ৩ ড্রয়ে অপরাজিত রয়েছে তারা। অ্যাওয়েতে ৮ ম্যাচের মধ্যে ৩টি করে জয়-পরাজয়ের সঙ্গে ড্র হয়েছে ২ ম্যাচে। ২০২১ সালের কোপা আমেরিকার পর ৩ ম্যাচে কোনোটিতে জয়ের দেখা পায়নি কেউ। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

সর্বোচ্চ শিরোপাধারীদের (আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে) বিপক্ষে মাঠে নামার আগে কলম্বিয়ার কোচ লরেঞ্জ বলেছেন, ‘প্রতিটি ম্যাচে জয়ের জন্যই নামে উরুগুয়ে, এটা ছেলেরা জানে। আমরা ধাপে ধাপে এগোতে পছন্দ করি। আমাদের পরবর্তী লক্ষ্য উরুগুয়ে। ম্যাচটি অবশ্যই মহাগুরুত্বপূর্ণ।’ কলম্বিয়ার কোচ মনে করেন, তার শিষ্যরা জয়ের জন্য মরিয়া। দলের জন্য তারা জীবন বাজি রাখতে পরোয়া করবে না। নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ উরুগুয়ের। তবে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামার আগে সতর্ক কোচ বিয়েলসা, ‘কলম্বিয়ার অনেক ফরোয়ার্ড রয়েছে। তারা খুবই ক্রিয়েটিভ এবং ডোমিনেটিং। যা তাদের এ পর্যায়ে নিয়ে এসেছে।’ তবে তিনি মনে করেন, সেরাটা দেখাতে পারলে জয়টা উরুগুয়েরই হবে। দেখার বিষয়, দুপক্ষের লড়াইয়ে কে পেতে যাচ্ছে ফ্লোরিডায় ফাইনালের টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা