× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একজন সুপারস্টারের জন্ম

রুবেল রেহান

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৩:২৫ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৭:০২ পিএম

লামিন ইয়ামাল। সংগৃহীত ছবি

লামিন ইয়ামাল। সংগৃহীত ছবি

এটা প্রায়শই ঘটে... ইউরো চ্যাম্পিয়নশিপের বেশ কিছু আসরেই অবিশ্বাস্য কিংবা দৃষ্টিনন্দন গোল হয়। এরপর সেই গোলের রেশ থাকে অনেক দিন, অনেক বছর। সময়ের সঙ্গে অনেক কিছুই মিলিয়ে যায়, কিন্তু দশকের পর দশক সেই গোল নিয়ে কথা হয়, আলোচনা হয়। 

১৯৮৮ সালের ইউরোয় মার্কো ফন বাস্টেনের কোনাকুনি ভলিতে করা সেই গোল। ১৯৯৬-এ ইংল্যান্ডের পল গ্যাসকোইনের সেই বিখ্যাত গোল। এরপর এখন এই তালিকায় যোগ করা হবে ইউরো ২০২৪-এ লামিন ইয়ামালের গোলটি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের হয়ে তার ইতিহাস গড়া গোলটি নিয়ে অনেক দিন আলোচনা হবে, কথা হবে। মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে, সামনে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন ইয়ামাল। বল সামান্য বাঁক খেয়ে পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়। 

১৬ বছর এবং ৩৬২ দিন বয়সে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলস্কোরার হলেন। যে গোল দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। বিবিসির সঙ্গে একটি আলাপচারিতায় ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার বলেছেন, ‘একজন সুপারস্টারের জন্ম হলো। এটি ম্যাচের সেরা মুহূর্ত ছিল, সম্ভবত টুর্নামেন্টেরই সেরা মুহূর্ত।’ ইংল্যান্ডের আরেক সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার যোগ করেছেন, ‘এটি কেবল অবিশ্বাস্য ব্যাপার। আমরা তাকে নিয়ে পুরো টুর্নামেন্টে কথা বলেছি এবং বলেছি এত তরুণ বয়সে সে এখন স্পেনের কান্ডারি হতে চলেছে। এরপর আজ (মঙ্গলবার রাত) সে যা করেছে সেটা শুধু আপত্তিকর।’

আলিয়াঞ্জ অ্যারেনায় করা সেই গোলটি এখন পুরো দুনিয়ায় আলোচনার খোড়াক। ফুটবল অনুরাগীরা এটিকে অন্য পর্যায়ের গোল বলেও আখ্যায়িত করছেন। ম্যাচের প্রেক্ষাপট এবং প্রতিপক্ষ বিবেচনায় এটিকে এগিয়ে রাখছেন অনেকই। স্পেনের কোচ লুইস দে ফুয়েন্তে ইয়ামালের গোল সম্পর্কে বলেছেন, ‘আমরা প্রতিভার স্পর্শ দেখেছি। আমাদের সকলের তার যত্ন নেওয়া দরকার। আমি চাই সে এভাবেই বিনয়ের সঙ্গে কাজ করুক এবং তার পা মাটিতে রাখুক, শিখতে থাকুক। সত্যি বলতে ওকে অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড় মনে হচ্ছে। আমি সেলিব্রেট করি যে সে আমাদের দলে আছে, সে স্প্যানিশ।’

ইয়ামাল এখন আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলছেন। যার আগে বার্সেলোনায় নিজের যুগান্তকারী মৌসুমে তিনি ইতিমধ্যেই অনেক রেকর্ড লিখেছেন। তিনি স্প্যানিশদের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এবং গোলস্কোরার হিসেবে ইউরোয় রেকর্ড গড়েছেন। সেই সঙ্গে লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছিলেন।

আগামী ১৩ শনিবার জুলাই ইয়ামাল ১৭ বছর বয়সী হবেন। ইউরো ২০২৪ এর ফাইনালের একদিন আগে। যেখানে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। ১৭তম জন্মদিনটা ইয়ামাল উদযাপন করতে চেয়েছিলেন জয় দিয়ে। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। তবে এই ম্যাচের আগে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিয়ট যেন ইয়ামালকে পাত্তাই দিতে চাইলেন না, ‘টুর্নামেন্টে তাকে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সে কী করতে পারে আগে সেটা করে দেখাক।’ খেলা শেষে ইয়ামাল একটি টিভি ক্যামেরার সামনে উদযাপন করলেন আর যেন রাবিয়টকে তার কথার জবাব দিলেন এই বলে, ‘এখন কথা বলুন, যা বলতে চান এখন বলুন।’ ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলেছেন, ‘এটা ইয়ামাল নিঃসন্দেহে রাবিওটকেই বলেছে। তখন তার চোখ জ্বলজ্বল করছিল। সে বলেছিল- ‘আমি আপনাকে দেখাতে যাচ্ছি।’ এত কম বয়সী একটি বাচ্চার কাছ থেকে একটি চমৎকার সমাপ্তি দেখলাম।’

ইয়ামাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সেটি খোলাসা করেছেন। ম্যাচ শেষে কাকে ইঙ্গিত করে ওই কথা বলেছেন প্রশ্ন করা হলে ইয়ামালের জবাব ছিল এমন, ‘আমি যে ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তিই জানবে যে এটা আমি তাকে বলেছি। তবে জাতীয় দলের সঙ্গে ফাইনালে ওঠা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

তরুণ বয়সেও মিডিয়ার সামনে বেশ আত্মবিশ্বাস দেখিয়েছেন ইয়ামালে। ফ্রান্সের বিপক্ষে জয়ে উল্লাস করাটা যেন মাঠেই রেখে এসেছেন। এখন তার মনোযোগ বার্লিনের ফাইনালে চলে গেছে। ফাইনালে তিনি কোন দলের মুখোমুখি হতে পছন্দ করবেন জানতে চাইলে বলেছেন, ‘আমি সত্যিই এসব নিয়ে কিছু ভাবছি না। আপনি যখন ফাইনালে পৌঁছাবেন তখন আপনাকে সেরাটা খেলতে হবে। যে দলই আসুক তারা আমাদের সমমানের দলই হবে। আমরা অপেক্ষা করব এবং যে দলই আসুক, আমরা আমাদের খেলাটা খেলতে চাইবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা