প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:১৮ পিএম
ফুয়েন্তের চোখে ইয়ামালের গোল ‘প্রতিভার স্পর্শ’
ইউরোর প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্পেন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় লুইস দে ফুয়েন্তের দল। আগে গোল হজমের পর স্পেনের হয়ে সমতাসূচক গোলটি করেন তরুণ স্ট্রাইকার লামিন ইয়ামাল। গোলটি অনেক প্রশংসা কুড়িয়েছে। এবারের আসরের অন্যতম সেরা গোল বলেও অনেকে দাবি করছেন। এবার নিজের কোচের কাছ থেকেই প্রশংসা পেলেন বার্সেলোনার ১৬ বছর বয়সি এ তরুণ তুর্কি।
এদিন ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে খেলার ইতিহাস গড়েন ইয়ামাল। তার অসাধারণ নৈপুণ্যে ২১ মিনিটে সমতায় ফেরে স্পেন। মোরাতার পাস পেয়ে বক্সের অনেকটা বাইরে থেকে সামনে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন ইয়ামাল। বল সামান্য বাঁক খেয়ে পোস্টে লেগে ঠিকানা খুঁজে পায়। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।
দলকে সমতায় ফেরানোর স্বস্তি দেওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েন ইয়ামাল। এ প্রথম ১৬ বছর বয়সি কোনো খেলোয়াড় ইউরোয় গোল করার কীর্তি গড়লেন, সেটাও সেমিফাইনালের মঞ্চে। এ ম্যাচের পর কোচ ফুয়েন্তে বলেন, ‘আমরা সবাই জানি সে কে। তার প্রতিভা সম্পর্কেও আমাদের জানা। কিন্তু সে যেভাবে গোল করেছে সেটিকে আমি বিশ্লেষণ করতে পারব না। ওই গোলটা যেন কোনো বিশেষ প্রতিভার স্পর্শ।’
মাত্র ১৬ বছর বয়সে স্পেনকে এত বড় একটা প্রতিযোগিতায় ফাইনালে তোলার নায়ক ইয়ামাল। নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন, বল পায়ে এলেই প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছেন। সেটি নজর কেড়েছে আলাদা করে। তবে তাকে পা মাটিতেই রাখতে বলছেন ফুয়েন্তে, ‘সে এখনও তরুণ। তার যত্ন নিতে হবে। তার শেখার আছে অনেক কিছু। উন্নতি করতে হলে পা মাটিতে রাখতে হবে। তবে সে বয়সের তুলনায় অনেক পরিপক্ব। আমরা আশা করি বছরের পর বছর তার খেলা আরও উপভোগ করতে পারব। সত্যি বলতে, তার মতো একজন ফুটবলার আমাদের দলে খেলে, যে একজন স্প্যানিশ, এটা উদ্যাপন করার মতোই ব্যাপার।’
জার্মানির এবারের আসরে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে উঠেছে স্পেন। এর আগে এমনটা হয়নি। ইউরোর ইতিহাসে স্পেনই প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে উঠল। ২০১২ সালে সবশেষ ইউরোর ফাইনাল খেলার পর আরও একবার শিরোপার মঞ্চে স্প্যানিয়ার্ডরা। দলের এমন সাফল্যে খেলোয়াড়দের প্রশংসা করেছেন ফুয়েন্তে, ‘আমাদের ফুটবলীয় ধারণা নির্ভর করে আত্মপ্রত্যয়ের ওপর। আজকের (গতরাত) মতো এ রকমই খেলতে চাই আমরা। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চাই। আমরা জানি, ফুটবলটা আমরা খেলতে পারি, টুর্নামেন্টজুড়ে আমরা তা দেখিয়েছি।’