রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ০০:২৬ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ০০:২৭ এএম
আরিফুর রহমান ও শাওন মন্ডল
জুজুৎসুতে বাংলাদেশের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান ও শাওন মন্ডল আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫-এর কোয়ালিফাই র্যাংকিংয়ে অষ্টম স্থানে রয়েছেন। আগামী ওয়ার্ল্ড গেমস-২০২৫ চীনে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে র্যাংকিংয়ে সেরা ১০ ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পাবেন। বাংলাদেশের জন্য খুশির খবর বাংলাদেশি দুই ক্রীড়াবিদ শাওন ও আরিফুর দো ওপেন বিভাগে ১১০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে অষ্টম স্থানে অবস্থান করছেন।
বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় আরিফুর ২০২২-এ স্বর্ণ পদক বিজয়ী এবং শাওন ২০২৩-এ তাম্র পদক বিজয়ী। আরিফুর ও শাওন জুটি আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় দো ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশের জন্য ১১০ পয়েন্ট অর্জন করেন।
আগামী ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গ্রিসের হেরাক্লিয়নে এবারের ‘বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের শাওন, আরিফুর জুটি স্বর্ণ জয়ের মাধ্যমে আসন্ন ওয়ার্ল্ড গেমস-২০২৫-এ কোয়ালিফাই করার স্বপ্ন দেখছেন।
শাওন এ কৃতিত্ব অর্জন করায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশিরসহ পাংশার ক্রীড়া অঙ্গনের সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এ সাফল্যে পাংশাবাসী গর্বিত।