× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেব্রুয়ারিতে ঢাকায় পা রাখবেন মেসি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ০০:০১ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ০০:০৩ এএম

লিওনেল মেসি

লিওনেল মেসি

শতাব্দীর অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় এনেছিলেন শতদ্রু দত্ত। এবার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে আসার চেষ্টা করছেন ভারতীয় এ ক্রীড়া ব্যক্তিত্ব।

সময়ের সেরা ফুটবলার মেসির সম্ভাব্য সফর নিয়ে শতত্রুর ভাষ্য, 'আগামী বছর ফেব্রুয়ারিতে মেসির ইন্টার মিয়ামীর হয়ে চীনের সফর করবে। সেই সফরের সময় দেড় দিন সময় বের করে ঢাকা ও কলকাতা সফরের পরিকল্পনা চলছে। মেসির বাবার সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। সামনে আরো আনুষ্ঠানিকতা রয়েছে। আমি আশাবাদী সে ঢাকা ও কলকাতায় আসবে।'

অ্যাঞ্জেল ডি মারিয়ার কলকাতা ও ঢাকায় আসার কথা ছিল চলতি জুলাইয়ের শেষে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অন্যতম এ সদস্যের সেই সূচি ঠিক নেই। জুলাই বা আগস্টে আসছেন না ডি মারিয়া। তবে এ বছরের কোনো একটা সময়ে উপমহাদেশ সফর করবেন আর্জেন্টাইন এ ফুটবলার। 

ডি মারিয়ার উপমহাদেশ সফর নিয়ে ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু বলেন, 'ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে এটা নিশ্চিত। আর্জেন্টিনা ও তার পূর্ণ মনোযোগ কোপা নিয়ে। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।'

ডি মারিয়া জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন কোপা আমেরিকায়। মহাদেশীয় এ টুর্নামেন্ট শেষে অবসর নেবেন আন্তর্জাতিক এ ফুটবল থেকে। বেনফিকার সঙ্গে তার এক বছরের চুক্তির মেয়াদ শেষ। নতুন মৌসুম শেষে নতুন ক্লাবের নাম এখনো চূড়ান্ত করেননি। এ কারণে তার সফর পিছিয়ে দিতে হয়েছে, 'ডি মারিয়া তার ক্লাব এখনো ফাইনাল করেনি। ক্লাবের ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ।'

ভারতের সংবাদমাধ্যমে জানিয়েছে, ডি মারিয়া মোহনবাগান দিবসে আসবেন। কলকাতার সঙ্গে ঢাকা শহরেও বেড়াবেন। কিন্তু অনেকগুলো বিষয় মেলাতে গিয়ে পিছিয়ে গেছে তার সফর সূচি, 'মারিয়া একবারই আসবেন। দুই বার আনা ব্যয়বহুল। জুলাইয়ের শেষের দিকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যেতে পারেন। আগস্ট বাংলাদেশের শোকের মাস। তাই ঢাকার আর্জেন্টিনার দূতাবাস পরবর্তী সময় আনার পরামর্শ দিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ঢাকা ও কলকাতা আনার পরিকল্পনা আছে। কোপা শেষের পরই এটি ঠিক হবে।'

এর আগে শতদ্রু দত্তের হাত ধরে ঢাকায় এসে ঘুরে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। রাজধানীর মাটিতে পা রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। তবে দুটি সফরই বিভিন্ন কারণে সুন্দরভাবে শেষ করা যায়নি। 

তবে ডি মারিয়ার সফর বিতর্কমুক্ত রাখতে চান শতদ্রু দত্ত, 'ডি মারিয়া সফরে সাংবাদিকদের জন্য আলাদা সেশন, ফুটবলপ্রেমীদের জন্য আলাদা সেশন এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মারিয়ার সৌজন্য সাক্ষাতের বিশেষ পর্ব থাকবে। এসব নিয়ে আমি কাজ করছি। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা