× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে নতুন ভূমিকায় দীনেশ কার্তিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৮:৪১ পিএম

আইপিএলে নতুন ভূমিকায় দীনেশ কার্তিক

আইপিএলের ২০২৪ আসরের পরপরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ভারতের উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। অবসরের এক মাস না যেতেই ফের নতুন ভূমিকায় ক্রিকেটে ফিরছেন তিনি। আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্ব পেয়েছেন ৩৯ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার।

আইপিএলের প্রথম আসর থেকেই খেলেছেন কার্তিক। ১৭ বছরের পথচলায় খেলেছেন ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। যেখানে ২৫৭ ম্যাচে ব্যাট হাতে ২৬.৩২ গড় ও ১৩৫.৩৬ স্ট্রাইকরেটে ৪৮৪২ রান করেছেন তিনি। পেয়েছেন ২২টি ফিফটির দেখা। উইকেটের পিছনে গ্লাভস হাতেও এই ক্রিকেটার ছিলেন উজ্জ্বল। ১৪৫টি ক্যাচের সাথে করেছেন ৩৭টি স্ট্যাম্পিং।

আইপিএলের সবশেষ মৌসুমে আরসিবির জার্সিতে খেলেছেন কার্তিক। মৌসুম শেষে নিজের ৩৯তম জন্মদিনে অবসরের ঘোষণা দেন কার্তিক। নতুন ভূমিকায় ডিকে’কে নেওয়ার ঘোষণা দিয়ে এক্সে আরসিবি জানিয়েছে, ‘আমাদের কিপারকে স্বাগতম, আরসিবিতে নতুন ভূমিকায় ফিরে আসলেন দীনেশ কার্তিক। ডিকে(দীনেশ কার্তিক) ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি ভারতের হয়েও দীর্ঘদিন খেলেছেন দীনেশ কার্তিক। ২০০৪ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক। এরপর তিন ফরম্যাট মিলিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন ১৮০ বার। যেখানে ৩৪৬৩ রানের পাশাপাশি করেছেন ১৭২টি ডিসমিসাল, জিতেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা