প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৪:১৯ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৪:২১ পিএম
বিশ্বকাপ জেতা ভারতের ছয়জন আছে আইসিসির সেরা একাদশে— গেটি ইমেজেস
ব্যক্তিগত পারফর্ম্যান্স ও ম্যাচে প্রভাব রাখার নিরিখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি। সেরা এগারোজনের ছয়জনই ভারতের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার একাদশে নেই বাংলাদেশের কেউ। সেরা এগারোজনে জায়গা পায়নি রানার্সআপ হওয়া প্রোটিয়াদের কেউও।
টিম অফ দ্য টুর্নামেন্টে আছে ভারতের ছয়জন। বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার বাহুতেই নেতৃত্বের আর্মব্যান্ড। আফগানিস্তানের তিনজন এবং অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার রয়েছেন। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি এই দলে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং। অবশ্য ফাইনালের সেরা হয়েও বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাননি বিরাট কোহলি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে এনরিখ নর্তজে আছেন আইসিসির তালিকায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল
রোহিত শর্মা (ভারত), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কাস স্টাইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পান্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত), আর্শদীপ সিং (ভারত), ফজল হক ফারুকি (আফগানিস্তান) এবং দ্বাদশ খেলোয়াড় এনরিখ নর্তজে (দক্ষিণ আফ্রিকা)।