প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১২:৪৯ পিএম
বিশ্বকাপ জিতিয়ে ভারতের কোচিং মেয়াদ শেষ করেছেন রাহুল দ্রাবিড়— সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ অব্দি কোচিংয়ের মেয়াদ ছিল রাহুল দ্রাবিড়ের। ভারতের নতুন কোচ খুঁজতে মাসকয়েক আগে থেকেই তোড়জোড় শুরু করে বিসিসিআই৷ নতুন কোচ কে হচ্ছেন সেটি এখনও নিশ্চিত করেনি বোর্ডটি। তবে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, এ মাসের শেষদিকে শ্রীলঙ্কা সিরিজে নতুন কোচ পাবে ভারত দল।
ভারতের প্রধান কোচ দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। গত ১৩ মে এ পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। আবেদন পড়ে অনেক। কোচ হিসেবে আলোচনায় আসে গৌতম গম্ভীরের নাম। তবে বিসিসিআই সচিব কারও নাম উল্লেখ করেননি।
জাতীয় দলের কোচের সঙ্গে নতুন নির্বাচকও পাবে টিম ইন্ডিয়া। জয় শাহ বলেছেন, ‘কোচ এবং নির্বাচক উভয়ের নিয়োগ খুব শিগগিরই করা হবে। এ ব্যাপারে সিএসি সাক্ষাৎকার নিয়েছে এবং দুটি নাম সংক্ষিপ্ত করা হয়েছে। মুম্বাই পৌঁছে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়ে সিরিজে যাচ্ছেন, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ থেকে একজন নতুন কোচ পাবে দল।’
আগামী ২৭ জুলাই শুরু হবে ভারত-শ্রীলঙ্কার সিরিজ। তার আগেই জানা যাবে, ভারতের কোচ হতে যাচ্ছেন কে!