প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১০:৩১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম
চ্যাম্পিয়নের বেশে রোহিতের সেলফি আর বিশ্বকাপ ট্রফি নিয়ে বিছানায় সূর্যকুমার যাদব ও তার স্ত্রী
অনেক দিনের স্বপ্ন সত্যি হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বপ্নের মতো রাত কাটালেন রোহিত শর্মা। পরে ভোরও হলো ঠিক স্বপ্নের মতো। শিয়রে বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুম থেকে জাগলেন ভারতের অধিনায়ক।
হোটেলে মাথার পাশে একটা টেবিলে বিশ্বকাপের ট্রফি রাখা ছিল। আর ঘুম ঘুম চোখেই সেই ট্রফির সঙ্গে নিজেকে সেলফিবন্দি করেন ক্যাপ্টেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে রোহিত লেখেন, ‘গুড মর্নিং’।
অন্যদিকে সূর্যকুমার যাদব বিশ্বকাপ ট্রফি বিছানায় রেখে তুলেছেন ছবি। লিওনেল মেসির মতো বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমিয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেঠি। সূর্য ও নিজের মাঝে ট্রফি রেখে তোলেন সেই ছবি। আর দেবিকা জানান, রাতের ঘুমটা নাকি সত্যিই খুব ভালো হয়েছে।
ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে দাঁড়িয়ে থাকার একটি ছবি টুইটারে পোস্ট করে তারকা পেসার জসপ্রীত বুমরাহ লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ঘুম থেকে উঠলাম।’
ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন আইসিসির সঞ্চালক তথা বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। তিনি বলেন, ‘ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আর সেটা হওয়ারই যোগ্য ছিল।’ আর বুমরাহকে বলেন, ‘এটা সবে শুরু।’