ইউরোতে চমক দেওয়া জর্জিয়ার হার
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ০৯:৪৪ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১২:০১ পিএম
গোল উৎসবে মেতেছিলেন স্প্যানিয়ার্ডরা— সংগৃহীত ছবি
জর্জিয়াকে নিয়ে অনেকেই হয়তো বাজি ধরে বসেছিলেন। পর্তুগালকে হারানো এবং ইউরো আবির্ভাবেই নকআউটে ওঠায় স্বপ্নটা তাদের বড় হচ্ছিল। কিন্তু স্পেনের বিপক্ষে গোলে জর্জরিত হয়ে থামতে হয়েছে দেশটিকে। ৪-১ ব্যবধানের জয়ে শেষ আটও নিশ্চিত করে স্পেন। সেমির পথে তারা পড়েছে স্বাগতিক জার্মানির সামনে।
শেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে স্পেনের হয়ে গোল করেন রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস এবং দানি ওলমো। জর্জিয়ার একমাত্র গোল রবিন লে নরমাঁর আত্মঘাতী।
জার্মানিতে বসা ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের পায়ে। প্রথম দিকেই সুযোগ পেয়ে গিয়েছিলেন আলভারো মোরাতা এবং রুইজ। কিন্তু জর্জিয়া মরিয়া হয়ে রক্ষণ সামাল দিচ্ছিল। ১৮ মিনিটে স্পেনের রবিন লে নরমাঁর গায়ে লেগে বল জড়ায় জালে।
গোল খেয়ে গেলেও বল ঘোরাফেরা করতে থাকে স্পেনের ফুটবলারদের পায়েই। চাপ বজায় রাখার সুফল পায় স্পেন। ৩৯ মিনিটে সমতা ফেরায় তারা। এরপর একে একে আরও তিন গোলের উদযাপনে মাতেন স্প্যানিশরা। ৫ জুলাই জার্মানদের বিপক্ষে সেমিতে ওঠার লড়াইয়ে নামবে স্পেন।